প্রান্তজন রিপোর্ট: বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমান, প্রধানমন্ত্রী
শেখ হাসিনা
সহ পরিবারের
সদস্যদের নিয়ে
কুটুক্তি এবং
আওয়ামী লীগের
বিরুদ্ধে মানহানিকর
মন্তব্য ও
বাংলাদেশকে অস্বীকার করে রাষ্ট্রের অস্থিতিশীল
অবস্থা সৃষ্টির
উস্কানি দিয়ে
বক্তব্যদানের অভিযোগ এনে নাটোরে আমার
দেশ পত্রিকার
ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানের
বিরুদ্ধে এক
হাজার কোটি
টাকার মানহানি
সহ রাষ্ট্রদোহ
মামলা দায়ের
করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার জেলা
আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক
এডভোকেট এম
মালেক শেখ
বাদী হয়ে
দুপুরে নাটোরের
চীফ জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান সিদ্দিকীর
আদালতে
মামলাটি দায়ের করেছেন । শুনানী
শেষে আদালতের
বিচারক মোঃ
হাবিবুর রহমান
সিদ্দিকী মামলাটি
গ্রহণ করে
নাটোর সদর
থানার ওসিকে
তদন্ত শেষে
ব্যবস্থা গ্রহণের
নির্দেশ দেন।
মামলার আর্জিতে বলা
হয়, গত
১লা ডিসেম্বর
জাতীয় প্রেসক্লাবে
বাংলাদেশ ডেমোক্রেটিক
কাউন্সিল নামে
একটি ফোরামের
অনুষ্ঠানে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়,
ভূখ- মাত্র
এবং বাংলাদেশ
ভারতের কলোনী
উল্লেখ করে
বক্তব্য দেন
মাহামুদুর রহমান। তিনি বলেন, ‘শেখ
মুজিবুর রহমান
গণতন্ত্র ও
গণমাধ্যমকে হত্যা করেছে। বর্তমান সরকার
অবৈধ ও
দিল্লীর তাবেদার’।
মামলার বাদী এম
মালেক শেখ
সাংবাদিকদের জানান, বাংলাদেশের অস্তিত্ব ও
রাষ্ট্র সম্পর্কে
অস্বীকৃতি জানিয়ে মাহমুদুর রহমান রাষ্টদ্রোহী
আচরণ করেছেন।
তার এ
ধরণের বক্তব্য
স্বাধীনতা বিরোধী চেতনার মানুষদের উস্কে
দিয়েছে। স্বাধীন
বাংলাদেশে এ ধরনের বক্তব্য কখনই
মেনে নেয়া
যায় না।
তার বক্তব্যের
প্রমাণ স্বরূপ
একটি ইউটিউব
ভিডিও আদালতে
দাখিল করা
হয়েছে।
নাটোর জর্জকোর্টের পিপি
এডভোকেট সিরাজুল
ইসলাম মামলা
দায়েরের সত্যতা
নিশ্চিত করে
জানান, মামলাটি
তদন্তের জন্য
সদর থানার
ওসিকে নির্দেশ
দিয়েছেন।।

Post a Comment