প্রান্তজন রিপোর্ট: নাটোর
থেকে প্রকাশিত
দৈনিক প্রান্তজনের
বার্তা সম্পাদক
হিসেবে পদোন্নতি
পেলেন সাংবাদিক
নাইমুর রহমান।
গত ১৪ই ডিসেম্বর
২০১৭খ্রিঃ থেকে তার বার্তা সম্পাদক
পদে পদোন্নতি
কার্যকর করা
হয়েছে। নাইমুর
রহমান নাটোর
প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক,
ঢাকা থেকে
প্রকাশিত দ্যা
ডেইলি এশিয়ান
এইজ পত্রিকার
নাটোর জেলা
প্রতিনিধি ও দৈনিক প্রান্তজনের স্টাফ
রিপোর্টার। ২০১৫ সালের ৬ই জুন
দৈনিক প্রান্তজনে
স্টাফ রিপোর্টার
হিসেবে যোগ
দেয়ার মাধ্যমে
সাংবাদিকতা শুরু করেন নাইমুর।
এদিকে বার্তা সম্পাদক
হিসেবে যোগ
দেয়ায় নাইমুর
রহমানকে অভিনন্দন
জানিয়েছেন দৈনিক প্রান্তজন সম্পাদক মোঃ
সাজেদুর রহমান,
নাটোর প্রেসক্লাবের
সভাপতি ও
জালাল উদ্দিন,
সাধারণ সম্পাদক
আল-মামুন,
চীফ রিপোর্টার
ও নাটোর
টিভি রিপোটার্স
এসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নবীউর
রহমান পিপলু,
বাগাতিপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব
আলী, সাধারণ
সম্পাদক মঞ্জুরুল
ইসলাম মাসুম,
নলডাঙ্গা উপজেলা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ,
সিংড়া উপজেলা
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,
বড়াইগ্রাম কেন্দ্রিয় প্রেসক্লাবের সভাপতি অমর
ডি কস্তাসহ
বিভিন্ন সাংবাদিক
ও সুধীবৃন্দ।

Post a Comment