প্রান্তজন রিপোর্ট: নাটোরে
যাত্রীবাহি বাস তল্লাশী করে
অস্ত্র ও
ফেনসিডিলসহ সাদ্দাম হোসেন (২৮) নামে
এক মাদক
ও অস্ত্র
ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুর আড়াইটার
সময় সদর
উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের
চাঁদপুর এলাকা
থেকে তাকে
আটক করা
হয়। আটক
সাদ্দাম হোসেন
চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর
গ্রামের মৃত
এজাজুল ইসলামের
ছেলে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তর নাটোর
সার্কলের সহকারী
পরিচালক মোঃ
আনিসুর রহমান
জানান, সাদ্দাম
হোসেন একজন
চিহ্নিত মাদক
ও অস্ত্র
ব্যবসায়ী। মাঝে মধ্যেই চাপাইনবাবগঞ্জের
সীমান্ত এলাকা
থেকে ফেনসিডিল
ও অস্ত্র
বহন করে
ঢাকায় নিয়ে
যায়। বৃহস্পতিবার
দুপুরে তাদের
কাছে গোপন
সংবাদ আসে
সাদ্দাম হোসেন
নামে এক
যুবক মাদক
ও অস্ত্রসহ
ঢাকাগামি হানিফ
এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহি বাসে ঢাকা
যাচ্ছে। ওই
সংবাদের ভিত্তিতে
দুপুর আড়াইটার
সময় সদর
উপজেলার চাঁদপুর
এলাকায় বাসটিতে
তল্লাশী চালিয়ে সাদ্দাম
হহোসেনকে আটক
করা হয়।
এসময় তার
শরীরে বাঁধা
অবস্থায় একটি
বিদেশী পিস্তল,
৫ রাউন্ড
গুলি, দুইটি
ম্যাগজিন ও
১০ বোতল
ফেনসিডিল পাওয়া
যায়। এই
ঘটনায় নাটোর
সদর থানায়
অস্ত্র ও
মাদক দ্রব্য
নিয়ন্ত্রন আইনে মামলা রুজুর প্রস্তুতি
চলছে বলে
জানান তিনি।

Post a Comment