স্টাফ রিপোর্টার: নাটোর
সদর উপজেলার
ছাতনী উচ্চ
বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অদম্য মেধাবী
ছাত্র মো:
তুষার আলী
২০১৭ সালের
এসএসসি পরীক্ষায়
গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।
সে ছাতনী ইউনিয়নের
ভাটপাড়া গ্রামের
দিনমজুর মো:
রাজু আহমেদ
ও গৃহিণী
মোছা: পারুল
বেগমের ছেলে।
অদম্য মেধাবী
তুষার আলী
সপ্তাহে চারদিন
বিদ্যালয়ে যেত আর বাকি দুইদিন
অন্যের কৃষিজমিতে
দিনমজুরের কাজ করে পড়াশুনার খরচ
চালাতো। তার
বাড়ি থেকে
বিদ্যালয় প্রায়
তিন কিলোমিটার
দূরে হলেও
সাইকেল ক্রয়ের
সামর্থ্য না
থাকায়, তিন
কিলোমিটার রাস্তা হেটেঁই তাকে ক্লাস
করতে হতো।
তুষার আলী
অস্টম শ্রেণিতেও
গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
তুষার জানায়,
শুধুমাত্র শিক্ষকদের সহযোগিতায় তার পড়ালেখা
চালানো সম্ভব
হয়েছে। কিন্তু
এখন তো
শিক্ষকরাও সহযোগিতা করতে পারবে না।
কিভাবে পড়াশুনা
করবো তা
ভাবতে পারছি
না। সে
আরো জানায়,
তার স্বপ্ন
ডাক্তার হওয়ার।
কিন্তু হৃদয়বান
ব্যক্তি ও
প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া কলেজে ভর্তি
ও পড়াশুনা
করা সম্ভব
হবে না।
আমি হৃদয়বান
ব্যক্তি ও
প্রতিষ্ঠানের প্রতি সাহায্য করার আবেদন
করছি। ছাতনী
উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
নারায়ন চন্দ্র
প্রামানিক ও অন্যান্য শিক্ষকবৃন্দ সবাইকে
সহযোগিতার আহবান জানান।

Post a Comment