স্টাফ রিপোর্টার: নাটোর
সদর উপজেলার
ছাতনী উচ্চ
বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অদম্য মেধাবী
ছাত্র উজ্জল
পড়ার খরচ
জোগাড় করতে
বৃহস্পতিবার ও শুক্রবার রাজমিস্ত্রির কাজ
করে ২০১৭
সালের এসএসসি
পরীক্ষায় গোল্ডেন
জিপিএ-৫
পেয়েছে।
অদম্য মেধাবী উজ্জল
অস্টম শ্রেণিতেও
গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।
তাদের নিজেদের
কোন জমি
নাই, এমনকি
অন্যের জায়গায়
বাড়ি করে
বসবাস করে।
দু:খজনক
হলেও এবারের
এসএসসি পরীক্ষায়
ফি সুদের
উপর টাকা
নিয়ে ফরম
ফিলাপ করতে
হয়েছিল। তার
বাবার নাম
কাশেম মোল্লা।
তারা ছাতনী
ইউনিয়নের ভাবনী
গ্রামে থাকে।
কাশেম মোল্লা
এখন বার্ধক্যের
কারণে ও
অসুস্থ্য হওয়ায়
কোন কাজ
করতে পারেন
না। উজ্জল
জানান, তার
স্বপ্ন ইঞ্জিনিয়ার
হওয়ার। কিন্তু
কিভাবে পড়াশুনা
করবো তা
ভাবতে পারছি
না। হৃদয়বান
ব্যক্তি ও
প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া কলেজে ভর্তি
ও পড়াশুনা
করা সম্ভব
হবে না।
আমি হৃদয়বান
ব্যক্তি ও
প্রতিষ্ঠানের প্রতি সাহায্য করার আবেদন
করছি। ছাতনী
উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
নারায়ন চন্দ্র
প্রামানিক ও অন্যান্য শিক্ষকবৃন্দ সবাইকে
সহযোগিতার আহবান জানান।

Post a Comment