স্টাফ রিপোর্টার: নাটোর
সদরের ছতনী
ইউপির হাড়িগাছা
গ্রামের অদম্য
মেধাবী ছাত্রী
মোছা: আতকিয়া
জাহিন রাজশাহী
বোর্ডের অধীন
ছাতনী উচ্চ
বিদ্যালয় থেকে
২০১৭ সালের
এসএসসি পরীক্ষায়
জিপিএ ৫
(গোল্ডেন) পেয়েছে। তার পিতার নাম
মো: আস্তাগ
প্রামানিক ও মাতার নাম মোছা:
জামিলা বেগম।
সে তার
অসুস্থ্য বাবা-মায়ের তিন
কন্যার মধ্যে
তৃতীয়। তার
বাবা ব্রেন
স্টোকের রোগী
আর মা
মরণাপন্ন অবস্থায়
রাজশাহী মেডিক্যাল
হাসপাতালে চিকিসাধীন আছে। এসএসসির ফলাফল
প্রকাশের তিন
দিন আগে
সে তার
মাকে নিয়ে
রাজশাহী মেডিক্যাল
হাসপাতালে ভর্তি করায় এবং এখন
পর্যন্ত সেখানেই
আছে। হত
দরিদ্র বাবা-মা খেয়ে
না খেয়ে
মেয়েকে কষ্ট
করে পড়াশুনার
জন্য বিদ্যালয়ে
পাঠায়। মেয়েটিও
খেয়ে না
খেয়ে কষ্ট
করে বিদ্যালয়ের
শিক্ষকদের সহযোগিতায় পড়াশুনা চালিয়ে যায়।
তার কপালে
কোনদিন জোটেনি
ভাল পোষাক,
ভাল খাদ্য।
৮ম শ্রেণিতে
সাধারণ গ্রেডে
বৃত্তি পেয়ে
সেই টাকা
দিয়ে পড়াশুনা
চালিয়ে এসেছে।
বর্তমানে সে
একদিকে বাবা-মায়ের চিন্তায়
দিশেহারা, অন্যদিকে কিভাবে চলবে লেখাপড়া
আর কিভাবেই
চলবে সংসার
খরচ সেই
চিন্তায় পাগল
হওয়ার জোগাড়
হয়েছে তার।
তাহলে কি
থেমে যাবে
এই অদম্য
মেধাবী ছাত্রীর
পড়াশুনা?
অদম্য মেধাবী ছাত্রী
আতকিয়া জাহিনের
পড়াশুনা যেন
বন্ধ না
হয় সে
জন্য হৃদয়বান
ব্যক্তি, এনজিও,
ব্যাংক সহ
সকল প্রতিষ্ঠানের
নিকট সহযোগিতার
আবেদন করেছেন
ছাতনী উচ্চ
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র
প্রামানিক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

Post a Comment