প্রান্তজন রিপোর্ট: গত
৩০ মার্চ নাটোর
হতে প্রকাশিত
দৈনিক প্রান্তজন
পত্রিকায় “৬৫ বছর বয়সেও কুলির
কাজ করছেন
শহীদ পুত্র”
এমন প্রতিবেদন
প্রকাশের পর
এক লক্ষ
টাকা অনুদান
পেলেন শহীদ
সন্তান নাটোরের
আবুল কালাম
আজাদ (আবু)।
গত ১০ এপ্রিল
ঢাকার ধানমন্ডি
ডাব্লুভিএ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল
নির্মূল কমিটি
আয়োজিত স্বাধীনতার
ঘোষণাপত্রের ৪৬ তম বার্ষিকী উপলক্ষে“
একাত্তরের গণহত্যা অস্বীকারকারীদের শাস্তির জন্য
আইন চাই”
শীর্ষক এক
আলোচনা সভায়
এই অনুদান
প্রদান করা
হয়।
উক্ত আলোচনা সভায়
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির
উপদেষ্টা পরিষদের
ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী
ব্যারিস্টার শফিক আহমেদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি
হিসাবে উপস্থিত
ছিলেন মুক্তিযুদ্ধের
অন্যমত সংগঠক
ও গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের
বাণিজ্য মন্ত্রী
তোফায়েল আহমেদ
এমপি এবং
সূচনা আলোচক
ছিলেন একাত্তরের
ঘাতক দালাল
নির্মূল কমিটির
কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির ও অন্যান্য
আলোচক ছিলেন
বিচারপতি শামসুল
হুদা, বিশিষ্ট
ইতিহাসবিদ মুনতাসীর মামুন, শহীদ সন্তান
ডাঃ নুজহাত
চৌধুরী, ব্যারিস্টার
তুরিন আফরোজ,
শহীদ সন্তান
শমী কায়সার,
একাত্তরের ঘাতক দালাল নির্মূল নাটোর
জেলা কমিটির
সাধারণ সম্পাদক,
জেলা আওয়ামী
লীগের সাংগঠনিক
সম্পাদক ও দৈনিক
উত্তরবঙ্গ বার্তার সম্পাদক এ্যাড. এম
মালেক শেখ
এবং দৈনিক
প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান
সেলিম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি
সঞ্চালনায় ছিলেন একাত্তরের ঘাতক দালাল
নির্মূল কমিটির
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল।
উল্লেখ্য গত
১ এপ্রিল
নাটোরের ছাতনীর
বধ্যভুমিতে ত্রিশ লক্ষ শহীদ স্মরণে
ত্রিশ লক্ষ
গাছ লাগানো
এক কর্মসূচীতে
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির
কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির দৈনিক
প্রান্তজন পত্রিকার প্রতিবেদন পড়ে তাৎক্ষণিক
ত্রিশ হাজার
টাকা অনুদান
প্রদান করেন।

Post a Comment