প্রান্তজন রিপোর্ট: বৃহস্পতিবার
নাটোরে বিজ্ঞান
নিয়ে প্রাণবন্ত
বির্তক হয়েছে।
‘তর্কে বিতর্কে-বিজ্ঞানের সাথে’
এই শ্লোগান
নিয়ে নাটোরে
সমকাল-বিএফএফ
পঞ্চম জাতীয়
বিজ্ঞান বির্তক
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নববিধান বালিকা
উচ্চ বিদ্যালয়ের
চারটি শ্রেণী
কক্ষে বাগাতিপাড়া
উপজেলার কাদিরাবাদ
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
ও নাটোর
সদর উপজেলার
সরকারী বালক
উচ্চ বিদ্যালয়,
নববিধান বালিকা
উচ্চ বিদ্যালয়,
সুগার মিলস
উচ্চ বিদ্যালয়,
বনবেলঘরিয়া শহীদ রেজা-উন-নবী
উচ্চ বিদ্যালয়,
মহারাজা জেএন
উচ্চ বিদ্যালয়
এন্ড কলেজ,
বনলতা বালিকা
উচ্চ বিদ্যালয়
ও গ্রীন
একাডেমী উচ্চ
বিদ্যালয়ের প্রতিযোগিদের মধ্যে এই বিতর্ক
অনুষ্ঠিত হয়।
ব্যাপক উৎসাহ
ও উদ্দীপনার
মধ্যে যুক্তিতর্কের
লড়াইয়ে অংশ
নেয়া এই
৮স্কুলের মধ্যে
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজ চাম্পিয়ন
এবং নাটোর
সুগার মিলস
উচ্চ বিদ্যালয়
রানার আপ
হওয়ার গৌরব
অর্জন করে।
শ্রেষ্ঠ বক্তা
নির্বাচিত হয় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক
স্কুল এন্ড
কলেজ এর
নাফিসা তাসনিম
বিনতে খলিল
। একই
সাথে উত্তম
দলনেতা হিসাবে
নির্বাচিত হন নববিধান বালিকা উচ্চ
বিদ্যালয়ের আরিফা আক্তার বিথি ও
নাটোর সুগার
মিল উচ্চ
বিদ্যালয়ের ফারজানা আফরিন তাসনিম। বিতর্ক
শেষে অংশ
নেওয়া সকল
বির্তাকিক ও বিদ্যালয় প্রতিনিধি শিক্ষক
এবং বিচারকদের
একটি করে
কলম উপহার
দেওয়া হয়।
জেলা শিক্ষা অফিসার
মোঃ আমজাদ
হোসেন যুক্তিতর্কের
আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিযোগিতার মডারেটর
হিসেবে দায়িত্ব
পালন করেন
নববিধান বালিকা
উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক
বিমান গোবিন্দ
সরকার। যুক্তিতর্কের
লড়াইয়ে অংশ
নেয় নাটোর
সরকারী বালক
উচ্চ বিদ্যালয়ের
এসএম হাসিব
হাসনাইন, মোঃ
আশরাফুল ইসলাম,
মোঃ আবু
বাইত সিয়াম,
নববিধান বালিকা
উচ্চ বিদ্যালয়ের
রাবেয়া খাতুন,
আতিকা সুমাইয়া,
ও আরিফা
আক্তার বিথী,
গ্রীণ একাডেমী
উচ্চ বিদ্যালয়ের
মোছাঃ রওজা
বিনতে আসাদ
রিনতী, মোঃ
মাসুম শাহ
ও মাহফুজ
আলম, সুগার
মিলস উচ্চ
বিদ্যালয়ের সোহেলা জামান সেতু, আসিফ
ইকবাল ও
ফারজানা আফরিন
তাসনিম, মহারাজা
জেএন উচ্চ
বিদ্যালয় এন্ড
কলেজের কে
এম কাওছার
শাফি, মোঃ
সামসুল ইসলাম
ও মোঃ
ইয়ামিন, বনবেলঘরিয়া
শহীদ রেজা-উন-নবী
উচ্চ বিদ্যালয়ের
মোঃ নাজমুল
হোসেন, মোঃ
সাকিল হোসেন
ও মোঃ
আমির হামজা,
বনলতা বালিকা
উচ্চ বিদ্যালয়ের
ইশরাত শাকিলা,
সুমাইয়া আক্তার
ও শাহনেওয়াজ
আদিবা এবং বাগাতিপাড়ার
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের নাদিম
মাহমুদ সতেজ,
মাহমুদা আক্তার
ও নাফিসা
তাসনিম বিনতে
খলিল। বির্তক
প্রতিযোগিতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন
সমকাল সুহৃদ
সমাবেশ নাটোরের
সদস্য সচিব
মাহতাব আলী
ও সুহৃদ
সদস্য নিশাত
তামান্না।
বিচারক ছিলেন প্রফেসর
অলোক কুমার
মৈত্র, নবাব
সিরাজ উদ-দৌলা-সরকারী
কলেজের গণিত
বিভাগের সহকারী
অধ্যাপক প্রফেসর
ওহিদুর রহমান,
আহমেদপুর ডিগ্রি
কলেজের প্রভাষক
বদরে মুনির
সানি, খলিশাডাঙ্গা
ডিগ্রী কলেজের
প্রভাষক মোস্তাফিজুর
রহমান, হরিপুর
কলেজের প্রভাষক
আশরাফুল ইসাম,
জেলা শিক্ষা
অফিসের আব্দুল
লতিফ, সমকাল
লালপুর প্রতিনিধি
অধ্যাপক শহীদুল
ইসলাম ও বড়াইগ্রাম
প্রতিনিধি প্রভাষক আশরাফুল ইসলাম। এই
বিতর্ক প্রতিযোগিতার
সার্বিক তত্বাবধানে
ছিলেন নববিধান
বালিকা উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজা খানম
জেসমিন। “সামাজিক
দৃষ্টিভঙ্গী নারীদের তুলনামুলকভাবে বিজ্ঞান শিক্ষা
হতে পিছিয়ে
রাখছে”এই
বিষয় নিয়ে
শুরু হয়
ক্ষুদে তার্কিকদের
যুক্তি তর্ক।
ক্ষুদে তার্কিকরা
এই বিষয়ে
পক্ষে-বিপক্ষে
তাদের নানা
যুক্তি তুলে
ধরে। সঙ্গে
চলে পক্ষে-বিপক্ষে জোড়ালো
তর্ক-বিতর্ক।
তিন ধাপে
বিভিন্ন বিষয়
নিয়ে অনুষ্ঠিত
হয় বিতর্ক।
প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতার সমপানী
ও পুরস্কার
বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি
ছিলেন নাটোরের
জেলা প্রশাসক
শাহিনা খাতুন।
বিশেষ অতিথি
ছিলেন পৌর
মেয়র উমা
চৌধুরী জলি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান
অতিথি জেলা
প্রশাসক শাহিনা
খাতুন বলেন,
আজকে যারা
শিক্ষার্থী তারাই আগামী দিনের দেশকে
নেতৃত দেবে।
বিতর্কের মাধ্যমে
আগামীদিনের সঠিক নেতৃত্ব গড়ে উঠবে।
বিজ্ঞান চর্চা
বিজ্ঞানকে শিক্ষার্থীদের
কাছে আরও
সহজ
ও সহজলভ্য
করে তুলতে
সমকাল-বিএফএফ
যে উদ্যোগ
নিয়েছে তা
সত্যিই প্রশংসার
দাবী রাখে।
প্রানবন্ত এমন অনুষ্ঠানের আয়োজন
করায় তিনি
সমকালকে ধন্যবাদ
জানান।
পৌর মেয়র উমা
চৌধুরী জলি
বলেন, বিতকের্র
মাধ্যমে শিক্ষার্থীরা
তাদের মেধার
বিকাশ ঘটাতে
পারবে। বিশেষ
করে বিজ্ঞান
বিষয়ক বিতর্ক
শিক্ষার্থীদের মদ্যে বিজ্ঞানের প্রতি গবেষনাধর্মী,
উদ্ভাবনী ও
যুক্তিবাদী হিসেবে তাদের মানসিকতার বিকাশ
ঘটাবে।এধরনের বিতর্কে অংশ নিয়ে শিক্ষার্থীরা যুক্তি
তর্ক আয়ত্ব
করে নিজেদের
মেধার বিকাশ
ঘটানোর সুযোগ
পাচ্ছে। এজন্য
গত কয়েক
বছর ধরে
সমকালের এই
আয়োজন শিক্ষার্থীদের
মধ্যে ব্যাপক
সাড়া জাগিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন
সমকাল নাটোর
প্রতিনিধি নবীউর রহমান পিপলু, বসুন্ধারা
গ্রুপের বিভাগীয়
বিক্রয় ব্যবস্থাপক
এমএম নাজমুল
হাসান, এ্যাডভোকেট
মালেক শেখ,
গোলাম মর্তুজা
বাবু, এ্যাডভোকেট
হাসানুজ্জামান বাপ্পী, সুহৃদ সদস্য মৌমিতা
ভট্টাচার্য প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন নাটোর
প্রেস ক্লাবের
সভাপতি জালাল
উদ্দিন, সাধারণ
সম্পাদক আল
মামুন, সিনিয়র
সাংবাদিক মাহফুজুল
আলম মণি,
দপ্তর সম্পাদক
আখলাক হোসেন
লাল, নাটোর
প্রেসক্লাবের নির্বাহী সদস্য গোলাম গাউস,
সাবেক দপ্তর
সম্পাদক কামাল
মৃধা, মোহম্মদ
মধু, ছানাউল্লাহ,
সাংবাদিক নবীউর
রহমান পতিœ
নাজমা বেগম,
সরকারী বালক
উচ্চ বিদ্যালয়ের
সহকারী শিক্ষক
রঞ্জিত কুমার
দেবনাথ, বনলতা
উচ্চ বিদ্যালয়ের
সহকারী শিক্ষক
বিভাশ কুমার,
গ্রীণ একাডেমী
উচ্চ বিদ্যালয়ের
সহকারী শিক্ষক
মোছাঃ সেলিনা
বেগম, নববিধান
বালিকা উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বজিৎ তালুকদার,
সুগার মিলস
উচ্চ বিদ্যালয় গোলাম
হাক্কানী, বনবেলঘরিয়া শহীদ রেজা-উন-নবী উচ্চ
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন আলী,
মহারাজা জেএন
উচ্চ বিদ্যালয়
এন্ড কলেজের
শিক্ষক আল
মামুন ও
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের শিক্ষক
কামরুজ্জান প্রমুখ।
সমাপনী ও পুরস্কার
বিতরনী অনুষ্ঠানের
শুরুতে অনুষ্ঠানের
প্রধান অতিথি
জেলা প্রশাসক
শাহিনা খাতুনকে
নাটোর সমকাল
সুহৃদ সমাবেশের
পক্ষ থেকে
সংবর্ধনা সহ
সম্মাননা জানানো
হয়। এসময়
সমকাল সুহৃদের
পক্ষে জেলা
প্রশাসক শাহিনা
খাতুনের হাতে
শুভেচ্ছা উপহার
তুলে দেন
সমকাল নাটোর
প্রতিনিধি নবীউর রহমান পিপলু।

Post a Comment