Halloween Costume ideas 2015

নাটোরে সদর ও নলডাঙ্গা উপজেলার ৩৩ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ


প্রান্তজন রিপোর্ট: নাটোর সদর নলডাঙ্গা উপজেলার  মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক সর্বসম্মতক্রমে গৃহিত ফলাফলঃ- ০১) নামঃ মোঃ খলিলুর রহমান মন্ডল, মাতা মোছাঃ ক্ষীরজান বেগম, পিতার নামঃ মৃত- জসিম মন্ডল, ঠিকানা ব্রহ্মপুর, নলডাঙ্গা, নাটোর। ০২) নামঃ মৃত অমরেন্দ্রনাথ ভট্টাচার্য্য, মাতাঃ মৃত নির্মলা ভট্টাচার্য্যপিতার নামঃ মৃত খমেন্দ্রনাথ ভট্টাচার্য্য ঠিকানাঃ কুটুরিপাড়া, নলডাঙ্গা, নাটোর   ০৩) নামঃ মোঃ ফজলুর রহমান, মাতাঃ মৃত জবেদা, পিতার নামঃ মৃত হযরত প্রাং, ঠিকানাঃ পূর্ব মাধনগর, নলডাঙ্গা, নাটোর ০৪) নামঃ মোঃ সোলায়মান সরদার, মাতাঃ সুরুতজান বিবি, পিতার নামঃ আলহাজ্ব মোহাম্মদ আলী, ঠিকানাঃ ভট্টপাড়া, মাধনগর, নলডাঙ্গা, নাটোর। ০৫) নামঃ মোহাম্মদ আলী প্রামাণিক বাবলু, মাতাঃ ফাজিলা বেগম, পিতার নামঃ মৃত ইয়াছিন আলী প্রাং, ঠিকানাঃ দুর্র্লভপুর, খাজুরা, নলডাঙ্গা, নাটোর। ০৬) নামঃ মোঃ আবুল হোসেন মন্ডল, মাতাঃ মৃত কলেজান বিবি, পিতার নামঃ মৃত বিনোদ মন্ডল, ঠিকানাঃ খোলাবাড়িয়া, পিপরুল, নলডাঙ্গা, নাটোর ০৭) নামঃ মৃত মছিম উদ্দিন প্রাং, মাতাঃ জাবেদা বেওয়া, পিতার নামঃ মৃত বছির উদ্দিন প্রাং, ঠিকানাঃ আঁচড়াখালী, পিপরুল, নলডাঙ্গা, নাটোর।  ০৮) নামঃ মোঃ ভাদু মন্ডল, মাতাঃ মৃত হারিমন, পিতার নামঃ মৃত মন্তাজ, ঠিকানাঃ গোকুলপুর, ছাতনী, নাটোর।  ০৯) নামঃ কুতুব উদ্দিন, মাতাঃ মৃত মরিয়ন, পিতার নামঃ ময়েজ উদ্দিন, ঠিকানাঃ বারঘরিয়া, ছাতনী, নাটোর। ১০) নামঃ মৃত আফসার ফকির, মাতাঃ মৃত আফজান নেসা, পিতার নামঃ মৃত হাতেম ফকির, ঠিকানাঃ তেলকুপি, ছাতনী, নাটোর। ১১) নামঃ মোঃ সিরাজুল ইসলাম, মাতাঃ মৃত জোবেদা, পিতার নামঃ মৃত আজিমুদ্দিন মীর, ঠিকানাঃ ফরিদপুর আমহাটী, ছাতনী, নাটোর ১২) নামঃ ইব্রাহিম প্রাং, মাতাঃ মোছাঃ মরিয়ন বেগম, পিতার নামঃ একদেল প্রাং, ঠিকানাঃ কালিকাপুর, ছাতনী, নাটোর ১৩) নামঃ আমিন উল্লাহ মিয়া, মাতাঃ মৃত গোলেফার নেসা, পিতার নামঃ মৃত আবেদ আলী, ঠিকানাঃ ছাতনী পূর্বপাড়া, নাটোর। ১৪) নামঃ মৃত সোলাইমান সরকার, মাতাঃ মৃত সাবেরা বেগম, পিতার নামঃ মৃত কছিম উদ্দিন সরকার, ঠিকানাঃ একডালা, তেবাড়িয়া, নাটোর।  ১৫) নামঃ মোঃ কামরুল ইসলাম মাতাঃ উম্মে কুলছুম, পিতার নামঃ মৃত আকবর আলী মিয়া, ঠিকানাঃ গোবিন্দপুর, দিঘাপতিয়া, নাটোর।  ১৬) নামঃ আব্দুস সালাম সরকার, মাতাঃ মৃত ছালেহা বেগম, পিতার নামঃ হেরেম উদ্দীন সরকার, ঠিকানাঃ দিঘাপতিয়া, নাটোর। ১৭) নামঃ শহিদুল আলম, মাতাঃ মৃত রাবেয়া খাতুন, পিতার নামঃ মৃত আব্দুল রহমান, ঠিকানাঃ নওপাড়া দিঘাপতিয়া, নাটোর। ১৮) নামঃ আশরাফুল আলম, মাতাঃ মৃত আয়েশা খাতুন, পিতার নামঃ মৃত ছায়েত উল্লাহ, ঠিকানাঃ কাঠালবাড়ীয়া, লক্ষীপুর, নাটোর। ১৯) নামঃ সুলতান আহম্মেদ, মাতাঃ মৃত শাবানের নেছা, পিতার নামঃ মৃত আনা মিয়া, ঠিকানাঃ দস্তনাবাদ, নাটোর। ২০) নামঃ আঃ আজিজ, মাতাঃ মৃত রায়জানা বেওয়া, পিতার নামঃ মৃত জুরান আলী, ঠিকানাঃ চাঁদপুর, নাটোর। ২১) নামঃ মৃত মকবুল হোসেন, মাতাঃ মৃত সোনাভান, পিতার নামঃ মৃত মেঘাই মন্ডল, ঠিকানাঃ দস্তানাবাদ, কাফুরিয়া, নাটোর। ২২) নামঃ মোঃ আমজাদ হোসেন, মাতাঃ মৃত জয়মন, পিতার নামঃ লালমিয়া ঠিকানাঃ বাগরোম, হালসা, নাটোর। ২৩) নামঃ রবীন্দ্রনাথ ঘোষ, মাতাঃ মৃত সুমতি বালা ঘোষ, পিতার নামঃ মৃত হরিকান্ত ঘোষ, ঠিকানাঃ কানাইখালী, নাটোর পৌরসভা, নাটোর ২৪) নামঃ আব্দুস সাত্তার খান চৌধুরী, মাতাঃ মৃত কোহিনুর, পিতার নামঃ মৃত মোজাফফার চৌধুরী, ঠিকানাঃ চৌধুরীবাড়ী, নাটোর পৌরসভা, নাটোর। ২৫) নামঃ মোঃ শরিয়ত উল্লা, মাতাঃ মৃত হারেজান বেগম, পিতার নামঃ মৃত রহিম উদ্দিন, ঠিকানাঃ দঃ বড়গাছা, নাটোর। ২৬) নামঃ মোঃ অনাদি কুমার বসাক, মাতাঃ মৃত রাধা রাণী বসাক, পিতার নামঃ মৃত অনিল কুমার বসাক, ঠিকানাঃ কানাইখালী, নাটোর পৌরসভা, নাটোর। ২৭) নামঃ মোঃ মজিবর রহমান সেন্টু, মাতাঃ মৃত আনোয়ারা বেগম, পিতার নামঃ মৃত রুস্তম, ঠিকানাঃ কান্দিভিটুয়া, নাটোর পৌরসভা, নাটোর। ২৮) নামঃ মৃত রফিক উদ্দিন সরকার, মাতাঃ মৃত রায়মান বেওয়া পিতার নামঃ মৃত বছির উদ্দিন সরকার (ঠিকানা উল্লেখ নাই) ২৯) নামঃ অঞ্জলী রানী সরকার, মাতাঃ মৃত প্রভিতা মজুমদার, পিতা/স্বামীর নামঃ মৃত ভূপেন্দ্রনাথ মজুমদার, ঠিকানাঃ উঃ পটুয়াপাড়া, নাটোর পৌরসভা, নাটোর।  ৩০) নামঃ মৃত মফিজ উদ্দিন, মাতাঃ মৃত মহিরুন নেসা, পিতার নামঃ মৃত কোরফ আলী, ঠিকানাঃ বড়হরিশপুর, নাটোর পৌরসভা, নাটোর। ৩১) নামঃ শেখর দত্ত, মাতাঃ সরঙ্গ প্রভা দত্ত, পিতার নামঃ মৃত খগেন্দ্রনাথ দত্ত, ঠিকানাঃ আলাইপুর, নাটোর পৌরসভা, নাটোর। ৩২) নামঃ মৃত শাহ নজরুল ইসলাম, মাতাঃ মৃত আরেফান, পিতার নামঃ মৃত তায়েজ উদ্দিন, ঠিকানাঃ কানাইখালী, নাটোর পৌরসভা, নাটোর। ৩৩) নামঃ মৃত আরশেদ আলী মন্ডল, মাতাঃ মৃত গেদিমন বেওয়া, পিতার নামঃ মৃত সোনাতন মন্ডল, ঠিকানাঃ কানাইখালী, নাটোর পৌরসভা, নাটোর।


Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget