গুরুদাসপুর প্রতিনিধি: উপজেলার
খুবজীপুর ইউনিয়নের
বিলশা বাজার
সংলগ্ন সংখ্যালঘু
সুখেন চন্দ্র
হোড়ের একটি
পুকুর দখলের
অভিযোগ উঠেছে
স্থানীয় প্রভাবশালী
ইউপি সদস্য
ময়েন ও
মাজদার হোসেনের
বিরুদ্ধে। মাস দুয়েক আগে নিজেদের
মালিক দাবি
করে পুকুরটি
তারা দখলে
নেন।
এ ঘটনায় পুকুরের
মালিক সুখেন
চন্দ্র গুরুদাসপুর
থানায় সাধারণ
ডায়েরীসহ উপজেলা
ভূমি অফিস
ও জেলা
প্রাশাসক বরাবর
লিখিত অভিযোগ
দিয়েও প্রতিকার
পাচ্ছেন না।
সুখেন চন্দ্র হোড়
অভিযোগ করেন,
বালশা মৌজার
১৩ নং
আর এস
খতিয়ানের ১০১৪,
১৬ ও
১০১৭ নং
দাগের পৌনে
দুই বিঘা
জলকরের ওই
(পুকুরটি) তিনি পৈতৃক সূত্রে পেয়েছিলেন।
কিছু দিন
আগেও তিনি
ইউনিয়ন ভূমি
অফিসে নিজনামীয়
রের্কডীয় ওই
জমির ভূমি
উন্নয়ন কর
(খাজনা) পরিষদ
করেছেন। পুকুরটি
তার নামে
নামজারিও করা
আছে।
তিনি বলেন, প্রভাবশালী
ইউপি সদস্য
ময়েন, মাজদার
হোসেন, আব্দুল
মান্নান, হান্নান
ও কেনালসহ
১৫/২০
জনের একটি
দল মাস
দুয়েক আগে
পুকুরটি জোরপূর্বক
দখল করেন।
দখল হওয়া
পুকুরে মাছ
চাষের মাধ্যমেই
তাদের পরিবারের
জীবিকার সমাধান
হতো। পুকুরে
গেলে তাকে
হত্যা করা
হবে মর্মে
হুমকি দিচ্ছেন
ওই প্রভাবশালীরা।
স্থানীয়রা জানান, সুখেন
চন্দ্র পুকুরটি
দখল নিতে
চাইলে প্রায়ই
ওই প্রভাবশালীরা
তাদের ভয়-ভীতি দেখায়।
একারণে ভীত
সন্ত্রস্ত সুখেন চন্দ্র হোড় পুকুরটি
দখল নিতে
পারছেন না।
খুবজিপুর ইউনিয়ন ভূমি
অফিসের তহশীলদার
আব্দুল মমিন
বলেন, দখল
হওয়া ওই
পুকুরটি সুখেন
চন্দ্র হোড়ের
নামেই নামজারী
করা আছে।
সম্প্রতি ওই
জমির ভূমি
উন্নয়ন করও
(খাজনা) পরিষদ
করেছেন তিনি।
খুবজীপুর ইউনিয়ন পরিষদের
(ইউপি) চেয়ারম্যান
মো. মনিরুল
ইসলাম দোলন
পুকুর দখলের
বিষয়টির সত্যতা
নিশ্চিত করে
বলেন, দখল
হওয়া পুকুরটি
সুখেন চন্দ্র
হোড়ের পৈতৃক
সূত্রে পাওয়া।
কিন্তু কিছু
প্রভাবশালী জোরপূর্বক সেটি দখল করেছেন। তবে
এব্যাপারে তিনি কোন অভিযোগ পাননি।
অভিযুক্ত মাজদার হোসেন
বলেন, একই
দাগে তাদের
জমি রয়েছে।
তাছাড়া পুকুরটি
তারা ক্রয়
সূত্রে দখল
করেছেন।

Post a Comment