প্রান্তজন রিপোর্ট: মুক্তিযোদ্ধাদের নাম গেজেটে অর্ন্তভুক্তির আদেশ
চেয়ে নাটোরের
৫৭ জন
মুক্তিযোদ্ধা হাইর্কোটে রিট করেছেন। বিষয়টি
জানানোর জন্য
আজ সোমবার
মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি কার্যালয়ে এক
সংবাদ সম্মেলনের
আয়োজন করা
হয়। রিটের
আবেদনকারী রেজাউল করিম খান জানান,
গত ৮
ডিসেম্বর আদালত
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব নাটোরের জেলা
প্রশাসক ও
সদর উপজেলা
নির্বাহী অফিসারের
এর কাছে
এর কারণ
দর্শানোর নোটিশ
জারীর আদেশ
দিয়েছেন। উল্লেখ্য,
চূড়ান্ত যাচাই
বাছাইয়ের পর
২০০৬ সালের
৩০ মার্চ
নাটোরের তৎকালীন
জেলা প্রশাসক
মোহাম্মদ ইলিয়াস
হোসেন মুক্তিযোদ্ধা
বিষয়ক মন্ত্রণালয়ের
সচিবের নিকট
প্রতিবেদন সহ বাংলাদেশ গেজেটে প্রকাশের
জণ্য জেলার
২৪৮ জনের
তালিকা প্রেরণ
করেন। তৎকালীন
ঐ তালিকার
মধ্যে থেকে
পর্যায়ক্রমে ২৩ জনের নাম সরকারী
গেজেটে প্রকাশ
করা হয়।
অবশিষ্টদের নাম অদ্যবদী অর্ন্তভুক্তি করা
হয়নি। এদের
মধ্যে ২৯
জন মারা
গেছেন। সংবাদ
সম্মেলনে এ
ব্যাপারে সংশিষ্ট
সকলের সহযোগিতা
কামনা করা
হয়।

Post a Comment