প্রান্তজন রিপোর্ট: নাটোর
দুই রাজাকারের
নামে পৌরসভার
দু’টি
সড়কের নামকরন
করা হয়েছে।
বিদায়ী
পৌর মেয়র বিএনপি নেতা
শেখ এমদাদুল
হক আল
মামুন ২০১২
সালে মেয়র
থাকাকালীন সময় শহরের নিচাবজার এলাকায়
সাবেক কাচারী
সড়ককে মুক্তিযুদ্ধের
বিরোধীতাকারী মুসলিমলীগ নেতা ‘স্বাধীনতা পরবর্তী প্রকাশিত
‘কলাবরেটর’ তালিকার ১০ নম্বর অভিযুক্ত
রাজাকার আব্দুস
সাত্তার খান
চৌধুরী মধুমিয়ার
নামে নামকরন
করা হয়।
অপরদিকে শহরের
হরিশপুর এলাকার
চেয়ারম্যান সড়কের নাম পরিবর্তন করে
‘কলাবরেটর’ তালিকার ১৭ নম্বর অভিযুক্ত
রাজাকার কছিমুদ্দিনের
নামে নামকরন
করা হয়।
সে সময়
মুক্তিযোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ জানালেও
কোন কাজ
হয়নি। বর্তমানে
মুক্তিযুদ্ধের সংগঠক নাটোরের অবিসংবাদিত প্রয়াত
আওয়ামীলীগ নেতা সাবেক এমপির মেয়ে
উমা চৌধুরী
জলি মেয়র
নির্বাচিত হলে বিষয়টি আবারও আলোচনায়
ওঠে আসে। ক্ষমতা
গ্রহনের পর
মুক্তিযোদ্ধার সন্তানরা মেয়র উমা চৌধুরী
জলির কাছে
এর প্রতিবাদ
জানায় ।
মেয়র উমা চৌধুরী জলি জানান, তিনিও একজন মুক্তিযোদ্ধার সন্তান। তাই বিষয়টি তাকেও পিড়া দিয়েছে। দুই একদিনের মধ্যে অথাৎ মহান বিজয় দিবসের আগেই রাজাকারদের নামকরনকৃত স্তম্ভ ওই সড়ক দু’টি থেকে সরিয়ে ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Post a Comment