প্রান্তজন রির্পোট: গতকাল
১৩ ই
নভেম্বর নাটোর
শহরের হাজরা
নাটোর এলাকাবাসী
২ পতিতাসহ
৪ জনকে
পুলিশে দিল।
পুলিশ ও
এলাকাবাসী সূত্রে জানা যায় জৈনক
টিপু, হাজরা
নাটোরস্থ জগদীদ
চন্দ্রের বাড়ী
ভাড়া নিয়ে
বিভিন্নস্থান থেকে মেয়ে সংগ্রহ করে
দীর্ঘদিন যাবৎ
দেহ ব্যবসা
করাছিলেন। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার
পর এলাকাবাসী
একত্রিত হয়ে
উক্ত বাড়ি
ঘেরাও করলে
টিপু পালিয়ে
যায় এবং
নাটোর শহরের
তেবাড়িয়া দাদপুর
এলাকার মৃত
ফালু মিয়ার
কন্যা সুমি
খাতুন (৩২)
ও নওগাঁ
জেলার রাণীনগর
উপজেলার বেতগাড়ি
গ্রামের মোক্তার
হোসেনের স্ত্রী
শীলা বেগম
(২০) উত্তেজিত
এলাকাবাসীর ভয়ে পাশের বাসায় আশ্রয়
নেয়। খবর
পেয়ে পুলিশ
শিলা ও
সুমি সহ
মোট ৪
জনকে উদ্ধার
করে থানায়
নিয়ে আসে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে শেষে জানা যায়
টিপু নামের
এক ব্যক্তি
তাদের দিয়ে
দেহ ব্যবসা
করাছিলেন। এছাড়া আরও বিভিন্নসূত্রে জানা
যায় উক্ত
এই চক্রটি
বিভিন্ন পদ্ধতি
অবলম্বন করে
সাধারণ মানুষকে
ব্লাকমেইল করে লক্ষ লক্ষ টাকা
হাতিয়ে নিত
এই সংক্রান্ত
একটি মামলা
৫/৭/২০১৩ জি,আর ৩৩৩/১৩ (নাট),
বর্তমানে না.শি ৫৬২/২০১৩ নারী
ও শিশু
নির্যাতন ট্রাইবুন্যালে
বিচারাধীন আছে।
নাটোর সদর থানার
এস আই
আবু সাদাত
জানান, জিজ্ঞসাবাদ
শেষে পুলিশ
সুমি ও
শিলাকে কোর্টে
চালান দেয়
এবং ঘটনায়
সাথে জড়িত
না থাকায়
অপর দুজনকে
তাদের অভিভাবকের
জিম্মায় ছেড়ে
দেওয়া হয়।

Post a Comment