Halloween Costume ideas 2015

নাটোরের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক স্বপন দাস আর নেই


প্রান্তজন রিপোর্ট: নাটোর জজ কোর্টের বিশিষ্ঠ আইনজীবি এবং বৈশাখী টেলিভিশন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন দাস আর নেই। তিনি রোববার ভোর ৪টার সময় শহরের উত্তরপটুয়া পাড়া মহল্লায়  পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৪ বছর। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্যগুনগ্রাহি রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক সংবাদ পত্রিকা,রেডিও টুডে বৈশাখী টেলিভিশনে জেলা প্রতিনিধি এবং আইন পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি স্থানীয়  দৈনিক উত্তরবঙ্গবার্তা পত্রিকায় বার্তা সম্পাদক এবং বাংলানিউজ টুয়েন্টিফোর.কম জেলা প্রতিনিধি হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বাম সংগঠন করতেন। সিপিবি নাটোর জেলা কমিটির সাধারন সম্পাদক ছিলেন।
পারিবারিক সুত্র জানান, স্বপন দাস দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, লিভারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত কয়েকদিন আগে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে নাটোর আল সান হাসপাতালে ভর্তি  করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত তিনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় নিবির পর্যবেক্ষণে ছিলেন। এদিকে তার মৃত্যুতে আইনজীবি সমিতি, প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রতিষ্ঠান শোক প্রকাশসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

জেলা আইন জীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সুশান্ত কুমার ঘোষ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১১টার সময় তার মরদেহ আদালত চত্বরে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদতন করেন। পরে হরিশপুরের কাশিমপুর মহাশশ্মানে তার অন্তষ্টক্রিয়া সম্পন্ন করা হয়।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget