প্রান্তজন রিপোর্ট: নাটোরে
জেলা আইন-শৃঙ্খলা কমিটির
মাসিক সভা
অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা
১১টার সময়
জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে
সভা অনুষ্ঠিত
হয়।
জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে
সভায় বক্তব্য
রাখেন নাটোর
সদর আসনের
সংসদ সদস্য
শফিকুল ইসলাম
শিমুল, নাটোর-১ আসনের
সংসদ সদস্য
এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পুলিশ
সুপার বিপ্লব
বিজয় তালুকদার,
জেলা পরিষদের
প্রশাসক অ্যাডভোকেট
সাজেদুর রহমান
খান, পৌর
মেয়র উমা
চৌধুরী জলি,
পাবলিক প্রসিউকিটর
(পিপি) সিরাজুল
ইসলাম প্রমুখ।
এসময় জেলার
বিভিন্ন দপ্তরের
কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।

Post a Comment