স্টাফ রিপোর্টার: নবাগত
জেলা প্রশাসক
শাহিনা খাতুন
বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল
সমাজ, শিক্ষক,
সাংবাদিক ও
সুধীবৃন্দের সাথে মত বিনিময় করেছেন।
মঙ্গলবার এ
উপলক্ষ্যো উপজেলা পরিষদ কনফারেন্স রুমে
ইউএনও ইশরাত
ফারজানার সভাপতিত্বে
অন্যান্যের মধ্যে বনপাড়া পৌর মেয়র
কেএম জাকির
হোসেন, উপজেলা
চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক আব্দুল হাকিম,
উপজেলা আওয়ামী
লীগের সভাপতি
আব্দুল জলিল
প্রামাণিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান,
ইউপি চেয়ারম্যান
যথাক্রমে মমিন
আলী, আব্দুস
সালাম খান,
তোজাম্মেল হোসেন, খোকন মোল্লা, আনিসুর
রহমান ও
নিলফুার ইয়াসমিন,
সমাজসেবা কর্মকর্তা
বায়েজীদ হোসেন
ওয়ারেছী, এআরডিও
তোফাজ্জল হোসেন
বক্তব্য রাখেন।

Post a Comment