প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নর্থবেঙ্গল সুগার মিলের বাগাতিপাড়া উপজেলার
কৃষ্ণা কৃষি
খামারে মঙ্গলবার
ভয়াবহ অগ্নিকান্ডের
ঘটনা ঘটে।
নাটোর বাগাতিপাড়া
ও লালপুর
থেকে ফায়ার
সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দু’ঘন্টার চেষ্টায়
আগুন নিয়ন্ত্রণে
আনলেও ওই
খামারের ২০
একর জমির
আখ ভস্মিভুত
হয়েছে। ভস্মিভুত
আখের মুল্য
প্রায় এক
কোটি টাকা
বলে দাবী
করেছে মিল
কর্তৃপক্ষ। তবে আগুনের সুত্রপাত জানাতে
পারেনি মিল
কর্তৃপক্ষ ও ফায়ার স্টেশন কর্মকর্তা।
ফায়ার স্টেশন, মিল
ও এলাকাবাসী
সুত্রে জানা
যায়, মঙ্গলবার
দুপুর দেড়টার
দিকে স্থানীয়রা
কৃষ্ণা কৃষি
খামারে চকমহাপুর
ব্লকের আখ
খেতে আগুন
জ্বলতে দেখে
কর্তৃপক্ষকে খবর দেয়া হয়। পরে
খামার কর্তৃপক্ষ
ফায়ার সার্ভিসকে
খবর দিলে
দ্রুত ঘটনাস্থলে
নাটোর সদর,
বাগাতিপাড়ার দয়ারামপুর ও লালপুর ফায়ার
সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে।
প্রায় দুই
ঘন্টা ব্যাপী
চেষ্টার পর
তারা আগুন
নিয়ন্ত্রণে আনে।
নাটোর ফায়ার স্টেশন
কর্মকর্তা আখতার হোসেন জানান, তাৎক্ষনিকভাবে
আগুন লাগার
কারন জানা
যায়নি।
কৃষ্ণা কৃষি খামার
প্রধান খাইরুজ্জামান
জানান, চকমহাপুর
ব্লকের ১৮০
বিঘার ওই
আখ ক্ষেতের
মধ্যে ৬০
বিঘা জমির
প্রায় এক
কোটি টাকা
মুল্যের আখ
পুড়ে গেছে।
নর্থ বেঙ্গল সুগার
মিলের ব্যবস্থাপনা
পরিচালক এসএম
আজিজ ঘটনাস্থল
পরিদর্শন করেন
এবং সাংবাদিকদের
জানান, উদ্দেশ্য
প্রণোদিত হয়ে
কেউ এ
আগুন লাগাতে
পারে। তবে
পুড়ে যাওয়া
আখ দ্রুত
কেটে সুগারমিলে
মাড়াই করা
হবে।

Post a Comment