প্রান্তজন রিপোর্ট: বিএসটিআইয়ের
অনুমতি ছাড়া
ও অস্ব্যাস্থকর
পরিবেশে বেকারী
পণ্য তৈরী
করায় নাটোরে
ফেন্সি বেকারীকে
দুই লাখ
টাকা জরিমানা
করেছে ভ্রাম্যমান
আদালত। মঙ্গলবার
দুপুর আড়াইটার
সময় শহরের
মলি¬কহাটি
এলাকায় অভিযান
চালিয়ে উপজেলা
নির্বাহী কর্মকর্তা
ও নির্বাহী
ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান এই আদেশ
দেন।
র্যাব-৫ এর নাটোরের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে শহরের মলি¬কহাটি এলাকায় ফেন্সি বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিকেল ব্যবহারের মাধ্যমে বেকারী পণ্য তৈরী এবং বিএসটিআইয়ের অনুমতি ছাড়াই উৎপাদন ও বিপনন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সময় ওই কারখানায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান চালান। এসময় কেমিক্যাল, রংসহ বেকারীপণ্য তৈরীতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে কারখানার ম্যানেজারকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অপরাধ স্বীকার করেন। এসময় বিচারক বেকারীকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ডের নির্দেশ দেন। পরে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।

Post a Comment