প্রান্তজন রিপোর্ট: নানা
রঙ্গের বাহারি
পিঠা আর
নাচে, গানে
মুখোরিত আয়োজনের
মাধ্যমে মঙ্গলবার
নাটোরের বড়াইগ্রামে
বাংলার চিরাচরিত
নবান্ন উৎসব
পালন করা
হয়। নবান্ন
উপলক্ষে শতপ্রকার
পিঠার পশরা
থরে থরে
সাজিয়ে রাখা
হয় নবান্ন
উপলক্ষ্যে আয়োজিত ষ্টল গুলোতে।
উপজেলা পরিষদ চত্বরে
আয়োজিত উৎসবে
প্রধান অতিথি
হিসাবে যোগদেন
নাটোরের জেলা
প্রশাসক শাহিনা
খাতুন। পিঠা
উৎসবে তার
সাথে উপস্থিত
ছিলেন ইউএনও
ইশরাত ফারজানা,
নির্বাহী ম্যাজিষ্ট্রেট
সুস্মিতা সাহা,
বনপাড়া পৌর
মেয়র জাকির
হোসেন, ভারপ্রাপ্ত
উপজেলা চেয়ারম্যান
আব্দুল হাকিম,
উপজেলা আওয়ামীলীগ
সভাপতি আব্দুল
জলিল, সম্পাদক
মিজানুর রহমান,
ডা. রঞ্জন
কুমার দত্ত,
ওসি শাহরিয়ার
খান প্রমূখ।
পরে স্থানীয়
আমন্ত্রীত অতিথিদের আয়োজনে গান ও
নৃত্য পরিবেশন
করা হয়।
সে অনুষ্ঠানে
নবান্নের গান
গেয়ে সকলকে
মুখোরিত করেন
জেলা প্রশাসক
শাহিনা খাতুন।

Post a Comment