প্রান্তজন রিপোর্ট: নাটোরের
বড়াইগ্রাম উপজেলার হারোয়া সরকারী প্রাথমিক
বিদ্যালয়ে মঙ্গলবার বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীর
ঝড়ে পড়া
রোধ, নিয়মিত
বিদ্যালয়ে হাজিরা এবং বাড়িতে পড়া-লেখার উত্তম
পরিবেশ সৃষ্টির
লক্ষ্যে মা
সমাবেশ অনুষ্ঠিত
হয়। বিদ্যালয়
মাঠে আয়োজিত
সমাবেশে প্রধান
অতিথির বক্তৃতা
করেন নাটোরের
জেলা প্রশাসক
শাহিনা খাতুন।
সমাবেশে অন্যদের
মধ্যে বক্তৃতা
করেন ইউএনও
ইশরাত ফারজানা,
শিক্ষা অফিসার
সিরাজুম মনিরা,
মহিলা বিষয়ক
অফিসার রাশেদা
পারভীন, প্রধান
শিক্ষক শামসুন্নাহার,
কাউন্সিলর শহিদুল ইসলাম প্রমূখ। পরে
প্রধান অতিথি
বিদ্যালয় মাঠে
একটি বকুল
ফুলের চারা
রোপন করেন।

Post a Comment