প্রান্তজন রিপোর্ট: নাটোরে
জেলা ক্রিড়া
সংস্থার উদ্যোগে
প্রথম বিভাগ
ক্রিকেট টুর্নামেন্ট
শুরু হয়েছে।
রোববার সকালে
আনুষ্ঠানিক ভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন
করেন জেলা
প্রশাসক ও
জেলা ক্রিড়া
সংস্থার সভাপতি
শাহিনা খাতুন।
এসময় উপস্থিত
ছিলেন জজ
কোর্টের পাবলিক
প্রসিউকিটর ( পিপি) ও জেলা আওয়ামীলীগ
সহ-সভাপতি
সিরাজুল ইসলাম,
যুগ্ম সম্পাদক
সৈয়দ মর্তুজা
আলী বাবলু,
জেলা ক্রিড়া
সংস্থার সাধারণ
সম্পাদক সৈয়দ
মোস্তাক আলী
মুকুল, যুগ্ম
সম্পাদক ফরহাদ
হোসেন প্রমুখ।
জেলা ক্রিড়া সংস্থার
সাধারণ সম্পাদক
সৈয়দ মোস্তাক
আলী মুকুল
জানান, এই
টুর্ণামেন্টে ১০টি টিম অংশ গ্রহণ
করবে। খেলার
উদ্বোধনী দিনে
নাটোর সুগার
মিল ফাট
ক্রিকেট ক্লাব
ও ফুলবাগান
ক্রিকেট অংশ
নিয়েছে। আগামী
১০ ডিসেম্বও
পর্যন্ত প্রথম
রাউন্ডের খেলা
চলবে। এরপর
দ্বিতীয় রাউন্ড
শুরু করা
হবে।

Post a Comment