প্রান্তজন রিপোর্ট: পাখি
ও পাখির
আবাসস্থল সংরক্ষণে
নাটোরের ৫
সংগঠন সহ
৯২ জনকে
“পাখি সংরক্ষণ
সম্মাননা-২০১৬”
পুরস্কার প্রদান
করা হয়েছে।
নাটোরের চলনবিল
জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি
অধ্যাপক আখতারুজ্জামান
ও প্রতিষ্ঠাতা
সাধারণ সম্পাদক
সাংবাদিক সাইফুল
ইসলাম, ইডো
এর পরিচালক
জুয়েল রানা,
নলডাঙ্গার সবুজ বাংলার প্রতিষ্ঠাতা পরিচালক
ফজলে রাব্বী,
সিংড়ার শেরকোল
পাখি কলোনীর
সভাপতি নুরুল
ইসলাম ও
বাংলাদেশ জীববৈচিত্র্য
সংরক্ষণ ফেডারেশন
এর ৩০
ব্যক্তিসহ মোট ৯২ সফল ব্যক্তিকে
এই কৃতি
সম্মাননা প্রদান
করা হয়।
রোববার দুপুরে
রাজশাহী জেলা
শিল্পকলা একাডেমীতে
এ সম্মাননা
প্রদানের আয়োজন
করে পরিবেশ
ও বন
মন্ত্রনালয়ের বন অধিদপ্তর।
রাজশাহী বিভাগীয় কমিশনার
আব্দুল হান্নানের
সভাপতিত্বে এবং বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও
প্রকৃতি সংরক্ষণ
বিভাগের বিভাগীয়
বন কর্মকর্তা
আবুল কালামের
সার্বিক পরিচালনায়
প্রধান অতিথি
হিসেবে উপস্থিত
ছিলেন, বন
অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক ইউনুছ
আলী, বিশেষ
অতিথি ছিলেন
বগুড়া অঞ্চলের
বন সংরক্ষক
রিজাউল শিকদার,
প্রকল্প পরিচালক
আব্দুল মাবুদ,
ড. তপন
কুমার, ড.
এনাম আহমেদ,
পাখিবিদ শিবলী
সাদিক প্রমূখ।
প্রধান বক্তা তার
বক্তব্যে চলনবিলের
সুতিজাল ও
ইয়ারগান নিষিদ্ধ
ঘোষনা করেন।
পাখি শিকারীকে
শিকারী না
বলে খুনি
বলে আখ্যায়িত
করা হয়।
চলনবিলসহ বিভিন্ন
জলাশয় সংরক্ষণের
ব্যবস্থা করার
কথাও বলেন
তিনি।

Post a Comment