Halloween Costume ideas 2015

সিংড়ায় বাড়ির চারিদিকে বেড়া দেয়ায় একটি পরিবার গৃহবন্দী


প্রান্তজন রিপোর্ট: নাটোরের সিংড়ায় প্রতিপক্ষ বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় একটি পরিবার গৃহবন্দি হয়ে পড়েছে। ঘটনাটি সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ছিলামপুর গ্রামে। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী প্রভাবশালী হেলাল উদ্দিন প্রতিপক্ষ মুনছেরের বাড়ির চারিদিকে বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসী জানায়,স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশার জন্য দুপক্ষকে সালিশ বৈঠকে ডাকলেও হেলাল বৈঠকে উপস্থিত হননি। এনিয়ে এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
গৃহবন্দি হয়ে পড়া মুনছের আলী অভিযোগ করে বলেন, হেলাল অন্যায়ভাবে তার বাড়ির চারিদিকে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। তার নয় শতক জায়গা দখল করে নিয়েছে প্রতিবেশী প্রভাবশালী হেলাল উদ্দিন। তার  পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে হেলাল তার লোকজন। স্থানীয় ইউপি  চেয়ারম্যানের কাছে বিচার চাইলে তিনি দুপক্ষকেই নিয়ে সালিশ ডাকেন। কিন্ত হেলাল গ্রাম্য সালিশে হাজির হয়নি। উপরুন্তু তাকে বেড়া অপসারন করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে সে
স্থানীয়রা জানিয়েছে, মুনছের এর সম্পত্তি জবরদখল করার জন্য হেলাল চেষ্টা করছে। জোর করে বেড়া দিয়েছে। মুনছের যেন বাধ্য হয়ে স্বল্প মূল্যে তার কাছে জমি বিক্রয় করে এমন ফন্দি আটছে।
স্থানীয় ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, চলাচলের রাস্তায় বেড়া দেয়া খুব অন্যায়। বিষয়টি মিমাংশার জন্য উভয় পক্ষকে সালিসে ডাকা হয়। ব্যাপারে একবার নোটিশ করা হয়। কিন্ত একপক্ষ হাজির হয়নি। বিষয়টি উভয় পক্ষকে নিয়ে বসে দ্রুত সমাধান করা হবে।
সিংড়া থানার ওসি নাছির উদ্দিন মন্ডল জানান, প্রতিবন্ধকতা সৃষ্টির মাধ্যমে চলাচলের পথ বন্ধ করা আইন বিরুদ্ধ। ঘটনাটি সম্পর্কে তার জানা নেই। এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।   

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget