প্রান্তজন রিপোর্ট: চাকুরি ফিরে পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর মিটার রিডার ও ম্যাসেঞ্জাররা। সোমবার দুপুরে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১এর কার্যালয়ের সামনে মিডার রিডার ও ম্যাসেঞ্জার কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়। এসময় জেলার শতাধিক কর্মচারী এই কর্মসুচিতে অংশ নেয়। কর্মসুচি চলাকালে বক্তব্য রাখেন মিটার রিডার মুকুল হোসেন, ম্যাসেঞ্জার বায়েজিদ আহমেদ সহ অন্যান্যরা। এসময় তারা বলেন, দেশে ১৫ হাজার মিডার রিডার ও ম্যাসেঞ্জারদের চুক্তিতে নিয়োগ দেওয়া বিভিন্ন সমিতিতে তাদের ছাঁটাই করা হচ্ছে। তাই তারা এর প্রতিবাদ জানিয়ে তাদের চাকুরি স্থায়ীকরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Post a Comment