প্রান্তজন রিপোর্ট: "ডায়াবেটিসের
ওপর দৃষ্টি
দিন অন্ধত্ব
এড়াতে ডায়াবেটিস
নিয়ন্ত্রণে রাখুন" এই প্রতিপাদ্য নিয়ে
নাটোরে বিশ্ব
ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে
ডায়াবেটিক সমিতি থেকে এক বর্ণাঢ্য
শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি
শহর প্রদক্ষিণ
করে একই
স্থানে গিয়ে
শেষ হয়।
সেখানে ডায়াবেটিক
সংক্রান্ত সচেতনতামূলক এক আলোচনা সভার
আয়োজন করা
হয়। এতে
বক্তব্য রাখেন
জেলা প্রশাসক
শাহীনা খাতুন,
সমিতির সাধারণ
সম্পাদক প্রসাদ
তালুকদার ও
দিবস উদযাপন
কমিটির আহবায়ক
জুলফিকার হায়দার
জোসেফ, আবু
জাফর মিল্টন,
বাবু প্রমুখ।
পরে ডায়াবেটিক
রোগীদের জন্য
জেলা প্রশাসক
অর্ধ-মূল্যে
ডায়াবেটিক সংক্রান্ত বিভিন্ন সেবার উদ্বোধন
করেন। দিবসটি
পালন উপলক্ষে
নাটোর ডায়াবেটিক
সমিতির উদ্যোগে
আলোচনা সভা,
শোভাযাত্রা এবং অর্ধমূল্যে ডায়াবেটিক সংক্রান্ত
বিভিন্ন সেবা
প্রদান করাসহ
বিভিন্ন কর্মসূচী
গ্রহণ করেন।

Post a Comment