প্রান্তজন রিপোর্ট: নাটোরের
লালপুরে একটি
মিনি ট্রাকের
চাপায় ব্যাটারী
চালিত রিক্সা
ভ্যানের যাত্রী
ও ভান
চালকসহ ৫
নিহত এবং
৫ জন
আহত হয়েছে।
শুক্রবার বেলা
সাড়ে ১১টার
সময় লালপুর-ঈশ্বরদী সড়কের
দক্ষিণ লালপুর
এলাকায় এই
দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ
সদরের মৃত
জয়নাল হকের
ছেলে জিল¬ুর রহমান
(৫৫), রাজনের
ছেলে রঞ্জু
(২৫), জুগিয়াপাড়া
গ্রামের মৃত
বাচ্চু মিয়ার
ছেলে জহুরুল
ইসলাম (৫০),
চক দোস্তপাড়া
গ্রামের ডিলু
(৫৫) এবং
নাটোরের লালপুর
উপজেলার দক্ষিণ
লালপুর গ্রামের
মৃত তুরি
ম-লের
ছেলে ভ্যান
চালক আমিনুল
ইসলাম (৫২)।
লালপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ এই
তথ্য নিশ্চিত
করে জানান,
পাবনার ঈশ্বরদী
থেকে কয়েকজন
যাত্রী নিয়ে
একটি ব্যাটারিচালিত
রিক্সা ভ্যান
লালপুরের উদ্দেশ্যে
যাচ্ছিল। এসময়
দক্ষিণ লালপুর
নামক স্থানে
অপর একটি
মিনি ট্রাক
( ঢাকা মেট্রো-ন-১৮-৪২০১) পেছন
দিক থেকে
ওই
রিক্সা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই
রিক্সা ভ্যানের
দুই যাত্রী
নিহত এবং
৮ জন
আহত হয়।
এসময় আহতদের
আশংকাজনক অবস্থায়
লালপুর স্বাস্থ্য
কমপ্লে¬ক্স
এ নেওয়ার
পথে ভ্যাান
চালকসহ আরও
দুজনের মৃত্যু
হয়। অপরদিকে
আহতদের মধ্যে
৪ জনের
অবস্থা আশঙ্কাজনক
হলে তাদের
রাজশাহী মেডিকেলে
পাঠানোর সময়
আরো এক
জনের মৃত্যু
হয়।
এনিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো
৫ জন।
অপর দুইজনকে
লালপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা
হয়েছে। খবর
পেয়ে লালপুর
উপজেলা নির্বাহী
কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ
সুপার আফম
আনোয়ার হোসেন
খান দুর্ঘটনাস্থল
পরিদর্শন করেছেন
।

Post a Comment