গুরুদাসপুর প্রতিনিধি: নাটোরের
গুরুদাসপুরে রাশিদা বেগম (৪০) নামের
এক মাদক
ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার
দিবাগত রাতে
পৌর সদরের
দুখাফকিরের মোড়ের নিজ বাড়ি থেকে
৬০ পুরিয়া
হেরোইন, ২
বোতল ফেন্সিডিলসহ
তাকে আটক
করা হয়।
এঘটনায় পুশি বাদী
হয়ে রাশিদা
বেগমকে অভিযুক্ত
করে মাদকদ্রব্য
আইনে গুরুদাসপুর
থানায় মামলা
দায়ের করেছেন।
সোমবার দুপুরে
ওই মাদক
ব্যবসায়ীকে নাটোর জেল হাজতে পাঠানো
হয়েছে।
গুরুদাসপুর থানার এ
এস আই
আনোয়ার জানান,
রাশিদা চাঁচকৈড়
মধ্যমপাড়া মহল্লার জয়তা আলীর স্ত্রী।
ওই মহিলা
দীর্ঘদিন ধরে
বিভিন্ন প্রকার
মাদকদ্রব্য বিক্রি করছিলেন। দুখাফকিড়ের মোড়ের
নিজ বাড়িতেই
তিনি মদক
ব্যবসা পরিচালনা
করতেন। গোপন
সংবাদের ভিত্তিতে
রোববার রাতে
ওই বাড়িতে
পুলিশী অভিযান
চালানো হয়।
এসময় মাদকদ্রব্যসহ
মাদক ব্যবসায়ী
রাশিদাকে আটক
করা হয়।

Post a Comment