বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের
বাগাতিপাড়া উপজেলা কেবল নেটওয়ার্কিং মালিক
সমিতির নির্বাচন
অনুষ্ঠিত হয়েছে।
এতে আবু
রিপন সভাপতি
ও আখতারুজ্জামান
সাধারন সম্পাদক
পদে নির্বাচিত
হয়েছেন। উপজেলার
মালঞ্চি বাজারে
সোমবার দুপুরে
২২ জন
ভোটার ব্যালটের
মাধ্যমে তাদের
ভোটাধিকার প্রদান করেন। প্রেস ক্লাব
সভাপতি মাহাতাব
উদ্দিন নির্বাচন
কমিশনার এবং
কাকফো কেবল
নেটওয়ার্কিং মালিক মনিরুল ইসলামের সভাপতিত্বে
এ নির্বাচন
অনুষ্ঠিত হয়।
কমিটিতে উপজেলা
নির্বাহী কর্মকর্তা
খোন্দকার ফরহাদ
আহমদকে উপদেষ্টা
করা হয়।
সমিতির কার্যনির্বাহি
কমিটির অন্য
কর্মকর্তা হলেন সহ সভাপতি খোরশেদ
আলম, সহ-সাধারন সম্পাদক
আমিরুল ইসলাম,
প্রচার সম্পাদক
মাসুদ রানা।
উপজেলা নির্বাহী
কর্মকর্তা ফরহাদ আহমদ নবনির্বাচিতদের অভিনন্দন
জানিয়েছেন।

Post a Comment