স্টাফ রিপোর্টার: নাটোরের
বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ি গ্রামে পূর্ব
শত্রুতার জের
ধরে আফজাল
হোসেন (৩৫)
নামে এক
কৃষককে রাতের
অন্ধকারে ধারালো
অস্ত্র দিয়ে
এলোপাথাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে
দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল মঙ্গলবার
আসামী রাশেদুল
ইসলাম ও
তাহের উদ্দিন
আদালতে আতœসমর্পণ করলে
বিজ্ঞ আদালত
তাদের জামিন
না মঞ্জুর
করে জেলহাজতে
পাঠানোর নির্দেশ
দিয়েছেন।
এলাকাবাসী জানান, উপজেলার
জোয়াড়ি গ্রামের
মনির শেখের
ছেলে আফজাল
হোসেন গত
২৩ সেপ্টেম্বর
রাত ১১টার
দিকে আফজাল
হোসেন তিরাইল
বাজার থেকে
পায়ে হেঁটে
বাড়ি ফেরার
পথে ফজলুর
বাড়ির কাছে
পৌঁছলে পূর্ব
শত্রুতার জের
ধরে একই
গ্রামের মোঃ
মোংলার স্ত্রী
রোয়া বেগম,
তার মেয়ে
জামাই রাশেদুল
ইসলাম, মেয়ে
সম্পা খাতুন,
তাহের ও
জালাল তাকে
ধারালো অস্ত্র
দিয়ে এলোপাথাড়ি
কুপিয়ে মৃত
ভেবে ফেলে
রেখে যায়।
পরে স্থানীয়রা
তাকে উদ্ধার
করে প্রথমে
বড়াইগ্রাম হাসপাতালে ও পরে অবস্থার
অবনতি হলে
রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে
ভর্তি করেন।
এ ঘটনায়
আহত আফজাল
হোসেনের বাবা
মনির শেখ
বাদী হয়ে
থানায় ৫
জনের নামে
মামলা দায়ের
করেছেন।
এ ব্যাপারে তদন্ত
কর্মকর্তা এসআই আব্দুল জলিল বলেন,
আসামীদের মধ্যে
দুজন কোর্টে
আতœসমর্পণ
করেছে, অপর
আসামীদের আটকের
চেষ্টা চলছে।

Post a Comment