প্রান্তজন রিপোর্ট: শিক্ষক
সংকটে নাটোরের
নবাব সিরাজ
উদ্-দৌলা
সরকারি কলেজের
পাঠদান ব্যাহত
হচ্ছে। বিধি
মোতাবেক এ
কলেজে ৭১
জন শিক্ষক
থাকার কথা
থাকলেও বর্তমানে
তা আছে
৪৫ জন।
প্রশাসনের কোন নজরদারী নেই বলে
অভিযোগ শিক্ষার্থীদের।
কলেজ সূত্রে জানা
যায়, ১৯৫২
সালে প্রতিষ্ঠিত
এই কলেজটি
১৯৮০ সালে
জাতীয়করণ হয়।
এই কলেজে
নাটোরসহ আশেপাশের
জেলার শিক্ষার্থীরা
লেখাপড়া করতে
আসে।
বর্তমানে এখানে উচ্চ
মাধ্যমিক, ডিগ্রীসহ তেরোটি বিষয়ে অনার্স
ও দশটি
বিষয়ে মাস্টার্স
কোর্সে প্রায়
১৫ হাজার
শিক্ষার্থী অধ্যয়ন করছে।
এদিকে কলেজ বদলী,
চাকুরীর সময়
সীমা শেষ,
ব্যক্তিগত সমস্যা দেখিয়ে কলেজ পরিবর্তনসহ
বিভিন্ন কারনে
প্রায় ১৫
জন শিক্ষকের
পদ ফাঁকা
হয়। এরমধ্যে
কিছু বিভাগে
শিক্ষক নিয়োগ
দেওয়া হলেও
বেশিরভাগ পদ
এখনো ফাঁকা
রয়েছে বলে
ও জানাযায়।
শিক্ষার্থীরা জানান,
শিক্ষক সংকটের কারণে বছরে পঞ্চাশ
থেকে ষাট
দিনের বেশি
ক্লাস হয়
না। আবার
অনেক বিভাগে
শিক্ষকরা প্রশাসনিক
কাজে ব্যস্ত
থাকায় সপ্তাহে
একটিও ক্লাস
হয় না।
ক্লাশ না
হওয়ায় শিক্ষার্থীরা
বাধ্য হয়েই
যাচ্ছে প্রাইভেট
ও কোচিং
সেন্টারের দিকে।
শিক্ষকরা বলেন, আমরা
ক্লাস নিতে
আগ্রহী আছে।
কিন্ত শিক্ষক
সংকটে তা
সব সময়ে
সম্ভব হয়
না। তবে
স্বল্প সংখ্যক
শিক্ষক নিয়েও
আমরা পাঠদান
কার্যক্রম অব্যাহত রেখেছি।
শিক্ষক সংকটের কথা স্বীকার করে অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস মৃধা বলেন, শিক্ষক সংকটের বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে এ ব্যাপারে কিছু জানেন না তিনি ।

Post a Comment