Halloween Costume ideas 2015

গুরুদাসপুরে ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ


স্টাফ রিপোর্টার: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের নং ওয়ার্ডের তালিকাভুক্ত ভোক্তাদের মাঝে ১০ টাকা কেজির চাল বিতরণে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে শতাধিক ভোক্তা ইউএনও অফিস ঘেরাও করে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নাজিরপুর ইউনিয়নের ওই দুটি ওয়ার্ডের ইউপি সদস্য মুসাব্বের আলী প্রাং মসলেম উদ্দিনের নেতৃত্বে তালিকাভুক্ত ভোক্তারা ইউএনও অফিস ঘেরাও করে তার অনুপস্থিতিতে উপজেলা চেয়ারম্যানের স্মরনাপন্ন হন। উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ অবশেষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. দুলাল উদ্দিন খানকে ওই অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন এবং ভোক্তারা যাতে করে তাদের ন্যায্য পাওনা ১০ টাকা কেজি চাল নিয়মিত পান তার ব্যবস্থা করার নির্দেশ দেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল উদ্দিন খান তাৎক্ষনিকভাবে অভিযুক্ত ডিলারের কাছে চলে যান।
অভিযোগকারী জনতা কুসুমহাটির সাবেক ওয়ার্ড মেম্বার সামসুল আলম, দেবোত্তর গড়িলার আহম্মাদ আলী, রাণীনগরের রুস্তুম আলী বৃ-গড়িলার সাজেদার রহমান জানান, নাজিরপুর ইউনিয়নের সাইফুল ইসলাম, জালাল উদ্দিন, শরিফ উদ্দিন মানিক খান সহ জন ডিলারই সরকারের কর্মসূচীকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।
ব্যাপারে নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, ইউনিয়নের জন চেয়ারম্যানের বিরুদ্ধে সমন্বয়তার কারণেই ধরণের অভিযোগ পাওয়া যাচ্ছে।
অপরদিকে উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ বর্তমান সরকারের ওই কর্মসূচীকে একটি মহোতী পরিকল্পনার মাধ্যমে গরিব দুস্থ মানুষের পেটের ক্ষুধা মেটানোর প্রশংসা করেন।
ব্যাপারে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল উদ্দিন খান জানান, আমি দুই উপজেলার দায়িত্বে কর্মরত থাকায় সার্বক্ষণিক দেখাশোনা করতে পারছি না। তবে  যতদুর বোঝা যায় বর্তমান ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর মধ্যে সম্পর্কের অবনতি থাকায় ভোক্তাদের ধরণের হয়রানী করে চলেছে।

ব্যাপারে ইউএনও ইয়াসমিন আক্তারের সাথে কথা বলার চেষ্টা করলে তাঁকে অফিসে পাওয়া যায়নি।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget