Halloween Costume ideas 2015

পেনশন ব্যবস্থা কার্যকর হয়নি ২১ বছরেও: মানবেতর জীবন কাটছে বিএডিসি কর্মচারীদের


প্রান্তজন রিপোর্ট: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ( বিএডিসি) কর্মচারীদের সরকারী পেনশন ব্যবস্থার মত আনুতোষিক নির্ধারন প্রদান পদ্ধতি দির্ঘদিনেও কার্যকর হয়নি। ফলে নাটোর সহ সারা দেশের অবসর নেওয়া কয়েক হাজার কর্মচারী পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, সরকারী নিয়মে কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী কর্মচারী  কর্মকর্তাদের অবসর মৃত্যুর পর যে হার পদ্ধতিতে আনুতোষিক প্রদান করা হয়, সেই হারে বিএডিসি কর্মকর্তা-কর্মচারীদের প্রদানের সিদ্ধান্ত হয়। এই সুবিধা প্রদানের জন্য বিএডিসির পরিচালক পর্ষদ গত বছরের  ডিসেম্বরের সভায় সিদ্ধান্ত গ্রহণ করে। বিএডিসির তঃকালীন সচিব .মোয়াজ্জেম হোসেন একই দিনে সেই মর্মে একটি অফিস আদেশ জারি করেন। ওই অফিস আদেশে বলা হয়, অর্থ মন্ত্রনানালয়ের ১৯৯৫ সালের ১৯ নভেম্বরের ( অম/অবি(বাস্ত-)/বিধি-/৯৫/২৩০ স্মারকে) অফিস আদেশপত্র অনুযায়ী বিএডিসি কর্মচারীরাও সকল সুবিধা পাবেন। কিন্তু দির্ঘ ২১ বছরেও ওই আদেশ কার্যকর হয়নি। ফলে এই দির্ঘ সময়ে অবসর নেওয়া কর্মকর্তা-কর্মচাদের অনেকেই পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। ২০১১ সালে াবসর নেওয়া নাটোর বিএডিসি অফিসের প্রহরি মাসুদ আলী মোল্লা জানান, অবসর গ্রহণের পর থেকে তিনি পরিবারের সদস্য নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। নাটোরে অবসর নেওয়া  ২৫ জন কর্মচারীর দুর্বিসহ  জীবন কাটাছে। কর্পোরেশন হওয়ায় তারা পেনশন পাননা। অবসরের সময় এককালীন কিছু অর্থ প্রদান করা হয়। কিন্তু সরকারী পেনশন ব্যবস্থার মত পেনশন দেওয়ার কথা থাকলেও  তা দেওয়া হচ্ছেনা।

নাটোর বিএডিসির নির্বার্হী প্রকৌশলী মাহবুব হোসেন জানান, শুনেছেন হাইর্কোটে এসম্পর্কিত একটি মামলা নিস্পত্তি না হওয়ায় ওই আদেশ কার্যকর করা সম্ভব হচ্ছেনা।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget