প্রান্তজন রিপোর্ট: নাটোরের
বড়াইগ্রামে বৃহস্পতিবার র্যালী ও
আলোচনা সভার
মাধ্যমে আর্ন্তজাতিক
দূর্যোগ প্রশমন
দিবস পালন
করা হয়।
সকালে একটি
বর্ণাঢ্য র্যালী উপজেলার
বিভিন্ন সড়ক
ঘুরে উপজেলা
পরিষদ মিলনায়তনে
শেষ হয়।
দূর্যোগের ঝুঁকি কমাতে
হলে, কৌশল
সমূহ জানতে
হবে প্রতিপাদ্য
নিয়ে ইউএনও
রুহুল আমিনের
সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা
করেন স্থাণীয়
সংসদ সদস্য
অধ্যাপক আব্দুল
কুদ্দুস, পিআইও
গোলাম রব্বানী,
উপজেলা প্রকৌশলী
শহিদুল ইসলাম
প্রমুখ।

Post a Comment