প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে রাজশাহী
বেতারের জারিগান
শিল্পি হুজুর
আলীর (৪৬)
মৃত্যু হয়েছে।
রোববার বিকাল
সাড়ে ৪
টার সময়
রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে
নেওয়ার পথে
তার মৃত্যু
হয়। ভোর
রাতে হুজুর
আলীকে তার
শয়নঘরে ঘুমিয়ে
থাকা অবস্থায়
সাপে দংশন
করে। মৃত
হুজুর আলী
উপজেলার গাংগইল
গ্রামের মৃত
হযরত আলীর
ছেলে।
নলডাঙ্গা পৌরসভার মেয়র
শফির উদ্দিন
মন্ডল মৃত্যুর
খবর নিশ্চিত
করে জানান,
গত এক
দশক ধরে
হুজুর আলী
রাজশাহী বেতারের
নিয়মিত জারি
গানের শিল্পি
হিসাবে গান
করে আসছেন।
রোববার ভোর
বেলায় তার
শয়নঘরে ঘুমিয়ে
থাকা অবস্থায়
হুজুর আলীকে
সাপে দংশন
করে। এসময়
বাড়ির লোকজন
স্থানীয় চিকিৎসক
এনে চিকিৎসা
দেন। পরে
আশংকাজনক অবস্থায়
তাকে নাটোর
সদর হাসপাতালে
ভর্তি করা
হয়। অবস্থার
অবনতি হলে
তাকে বিকেলে
রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে
নেওয়ার পথে
তার মৃত্যু
হয়। গুনী
এই শিল্পির
মৃত্যুতে এলাকায়
শোকের ছায়া
নেমে আসে।

Post a Comment