প্রান্তজন রিপোর্ট: বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের
সিরাজগঞ্জের ৬নং ব্রিজ এলাকায় ডাকাতদলের
হামলায় নাটোর
পৌরসভার বর্তমান
ও সাবেক
কাউন্সিলরসহ ৪ আওয়ামীলীগ নেতা-কর্মী
আহত হয়।
শনিবার রাতে
একটি প্রাইভেট
কারে করে
ঢাকা থেকে
নাটোর ফেরার
পথে তারা
ডাকাতদলের হামলার শিকার হন। হামলায়
আহতরা হলেন
নাটোর পৌরসভার
৪ নং
ওয়ার্ডের বর্তমান
কাউন্সিলর আওয়ামীলীগ নেতা মোস্তাক আলী
ভুট্টু, বিএনপি
থেকে সদ্য
আওয়ামীলীগে যোগদানকারী ২নং ওয়ার্ডের সাবেক
কাউন্সিলর জাহিদুর রহমান জাহিদ,আওয়ামীলীগ
কর্মী মিঠু
ও সঞ্জয়
দাস।
পুলিশ ও স্থানীয়
আওয়ামীলীগ দলীয় সুত্রে জানা যায়,
ওয়ার্ড কাউন্সিলর
মোস্তাক আলী
ভুট্ট ও
জাহিদুর রহমান
সহ স্থানীয়
৪ আওয়ামীলীগ
নেতা -কর্মী শনিবার
রাতে ঢাকা
থেকে প্রাইভেট
কারে নাটোরে
ফিরছিলেন। পথে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার
৬ নং
ব্রিজের নিকট
পৌছলে ডাকাত
দলের ফেলে
রাখা লোহার
কাটায় প্রাইভেট
কারের দুই
চাকা বিকল
হয়ে যায়।
এসময় তারা
প্রাইভেট কার
থেকে নামলে
ডাকাতদলের সদস্যরা তাদের ওপর চড়াও
হয় এবং
এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। ডাকাতদল
তাদের কাছে
থাকা নগদ
টাকা লুট
করে নিয়ে
যায়। স্থানীয়
লোকজন টের
পেয়ে আহত
জাহিদুর রহমান
ও সঞ্জয়
দাসকে উদ্ধার
করে সিরাজগঞ্জের
স্থানীয় হাসপাতালে এবং মোস্তাক আলী
ভুট্টু ও
মিঠুকে নাটোর
সদর হাসপাতালে
ভর্তি করে।
পরে অবস্থার
অবনতি হলে
মোস্তাক আলী
ভুট্টুকে রাজশাহী
মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়। প্রাইভেট কারটি
সিরাজগঞ্জ পুলিশের হেফাজতে রয়েছে।
নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আলী ভুট্টুর অবস্থা সংকটাপন্ন। তার পেটের নাড়িতে ৭ টি ছিদ্র হয়েছে এবং খাদ্য নালীও কেটে গেছে। গত রাতেই তার অস্ত্রোপচার করা হয়। তাকে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Post a Comment