প্রান্তজন রিপোর্ট: নাটোরের
নারদ নদ
ও বড়াল
নদীসহ সকল
নদীতে স্বাভাবিক
পানি প্রবাহ
বজায় রাখতে
ও দূষণ
রোধে খুব
শীঘ্রই অবৈধ
দখলদার ও
স্থাপনা উচ্ছেদে
অভিযানে নামবে
প্রশাসন। এছাড়া
ভরাট হয়ে
যাওয়া এসব
নদীগুলো সিএস
রের্কডের ভিত্তিতে
জরীপের মাধ্যমে
অবৈধ দখল
উচ্ছেদ করা
হবে।
রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই ঘোষণা দেন জেলা প্রশাসন। জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান,জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকে সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী প্রমুখ। এসময় নাটোর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Post a Comment