প্রান্তজন রিপোর্ট: নাটোরের
গুরুদাসপুরে প্রতিবন্ধীদের
হুইল চেয়ার
বিতরণ করেছে
উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার গুরুদাসপুর উপজেলা চত্বরে অসহায়
ও দুঃস্থ
শিশু সহ
২৬ প্রতিবন্ধি
ব্যক্তিদের মাঝে এসব হুইল চেয়ার
বিতরণ করেন
উপজেলা চেয়ারম্যান
আব্দুল আজিজ।
এসময়
পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা,
উপজেলা ভাইস
চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস
চেয়ারম্যান সাহিদা আকতার মিতা প্রমুখ
উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন
সূত্রে জানা
যায়, ২০১৫/২০১৬ অর্থ
বছরের এডিপির
আওতায় অসহায়
ও দুঃস্থ
২৬ প্রতিবন্ধীদের মাঝে এই হুইল
চেয়ার বিতরণ
করা হয়।

Post a Comment