প্রান্তজন রিপোর্ট: ‘নদী
বাঁচাও-দেশ
বাঁচাও’ শ্লোগানকে
সামনে রেখে
নাটোরের গুরুদাসপুর
উপজেলা নদীরক্ষা
কমিটি রাজশাহীর
পদ্মা নদীর
চারঘাট পয়েন্টে
নন্দকুঁজা-বড়াল নদীর উৎসমুখে নির্মিত
স্ল্যুইসগেট অপসারণের দাবী জানিয়েছেন। সেই
সাথে প্রায়
দেড়শত কিলোমিটার
নৌপথে নৌ-লংমার্চ ও
সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি
হস্তান্তর করেছেন।
গত বুধবার সকাল
১০টায় পৌরসদরের
চাঁচকৈড় শিল্পনগরীর
নন্দকুজা নদীঘাট
থেকে বড়াইগ্রামের
রামাগাড়ি পর্যন্ত
ওই নৌ-লংমার্চের স্থানীয়
নেতাকর্মি, ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেনীপেশার
মানুষ এক
সমাবেশের আয়োজন
করে। লংমার্চে
অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে সবাই চারঘাট
স্ল্যুইসগেট অপসারণের দাবীর সাথে একাত্ত্বতা
ঘোষণা করেন।
পরে উপজেলা
চেয়ারম্যান আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান
আলাল শেখ
ও নির্বাহী
কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সংশ্লিষ্ট সরকারি
বিভিন্ন দপ্তরে
স্মারকলিপি হস্তান্তর করেছেন উপজেলা নদীরক্ষা
কমিটি।
এ ব্যাপারে যোগাযোগ
করলে উপজেলা
নদীরক্ষা কমিটি
ও মানবাধিকার
বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক আত্হার
হোসেন, প্রধান
উদ্যোক্তা মো. এমদাদুল হক ও নদীরক্ষা কমিটির
সাধারণ সম্পাদক
মজিবুর রহমান
মজনু বলেন,-
আমাদের এই
বৃহত্তর গণমানুষের
নৌ-লংমার্চের
দাবীর সমর্থনে
সরকারের সংশ্লিষ্ট
বিভাগ ও
দপ্তর আগামী
২০ ডিসেম্বরের
২০১৬ এরমধ্যে
প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আপমর
জনগণকে সঙ্গে
নিয়ে এক
বৃহত্তর কর্মসূচি
গ্রহণের আল্টিমেটাম
দেন নদীরক্ষা
কমিটি।

Post a Comment