Halloween Costume ideas 2015

গুরুদাসপুর নদীরক্ষা কমিটির স্মারকলিপি হস্তান্তর


প্রান্তজন রিপোর্ট: ‘নদী বাঁচাও-দেশ বাঁচাওশ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুর উপজেলা নদীরক্ষা কমিটি রাজশাহীর পদ্মা নদীর চারঘাট পয়েন্টে নন্দকুঁজা-বড়াল নদীর উৎসমুখে নির্মিত স্ল্যুইসগেট অপসারণের দাবী জানিয়েছেন। সেই সাথে প্রায় দেড়শত কিলোমিটার নৌপথে নৌ-লংমার্চ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি হস্তান্তর করেছেন।
গত বুধবার সকাল ১০টায় পৌরসদরের চাঁচকৈড় শিল্পনগরীর নন্দকুজা নদীঘাট থেকে বড়াইগ্রামের রামাগাড়ি পর্যন্ত ওই নৌ-লংমার্চের স্থানীয় নেতাকর্মি, ছাত্র-ছাত্রীসহ সকল শ্রেনীপেশার মানুষ এক সমাবেশের আয়োজন করে। লংমার্চে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে সবাই চারঘাট স্ল্যুইসগেট অপসারণের দাবীর সাথে একাত্ত্বতা ঘোষণা করেন। পরে উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান আলাল শেখ নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরে স্মারকলিপি হস্তান্তর করেছেন উপজেলা নদীরক্ষা কমিটি।

ব্যাপারে যোগাযোগ করলে উপজেলা নদীরক্ষা কমিটি মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি অধ্যাপক আত্হার হোসেন, প্রধান উদ্যোক্তা মো. এমদাদুল হক নদীরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু বলেন,- আমাদের এই বৃহত্তর গণমানুষের নৌ-লংমার্চের দাবীর সমর্থনে সরকারের সংশ্লিষ্ট বিভাগ দপ্তর আগামী ২০ ডিসেম্বরের ২০১৬ এরমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আপমর জনগণকে সঙ্গে নিয়ে এক বৃহত্তর কর্মসূচি গ্রহণের আল্টিমেটাম দেন নদীরক্ষা কমিটি।

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget