প্রান্তজন রিপোর্ট: নাটোরের
বাগাতিপাড়ার চাঁনপুর টেকনিক্যাল এন্ড বিজনেস
ম্যানেজমেন্ট (বিএম ) কলেজের অধ্যক্ষ মকবুল
হোসেনের অপসারণ
দাবিতে শিক্ষক
কর্মচারী ও
শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন
করে।
বৃহস্পতিবার সকালে শিক্ষক-শিক্ষার্থীরা অধক্ষের
অপসারন দাবীতে
ক্লাস বর্জন
করে ।
পরে তারা
কলেজ সংলগ্ন
সড়কের ওপরও
অবস্থান নিয়ে
মানববন্ধন করে। এসময় কলেজের কর্মচারীরাও
থাদের সাথে
যোগ দিয়ে
কর্মসূচীতে অংশ নেয়। ঘন্টব্যাপি
এ মানববন্ধন
চলাকালে অধ্যক্ষের
নানা অনিয়মের
কথা তুলে
ধরে বক্তব্য
রাখেন প্রভাষক
লুৎফর রহমান,আনোয়ার হোসেন,
আবুল কালাম
আজাদ,জালাল
উদ্দিন প্রমুখ।
বক্তারা অধ্যক্ষের
বিরুদ্ধে নানা
অভিযোগ তুলে
বলেন,অধ্যক্ষ
মকবুল হোসেনের
শিক্ষাগত অযোগ্যতা
ও বৈধ
নিয়োগ না
থাকার কারনে
নিজের সহ
কলেজের এইচএসসি
ভোকেশনাল শাখা
এমপিওভুক্তির আওতায় আনতে পারেননি। তার
শিক্ষাগত অযোগ্যতার
কারনেই দীর্ঘ
১৬ বছর
ধরে এইচএসসির
সাধারন শাখাও
এমপিও ভুক্তি
থেকে বঞ্ছিত
রয়েছে। ইতোপূর্বে
তার বিরুদ্ধে
অনিয়ম দুর্নীতি
ও অর্থ
আত্মসাতের অভিযোগ ওঠলে এলাকাবাসী তার
অপসারণের দাবীতে
বিক্ষোভ করে।
এলাবাসীর তোপের
মুখে পড়ার
আশংকায় তিনি
নিয়মিত কলেজে
আসেননা। এসব
কারনে শিক্ষক-কর্মচারীদের বেতন
ভাতা দীর্ঘদিন
বন্ধ ছিল।
অধক্ষের একগুয়েমী
ও অসৌজন্যমূলক
আচরণের কারনে
বর্তমানে কলেজের
সকল কার্যক্রম
ব¯ু‘ত স্থবির
হয়ে পড়েছে। বক্তারা
অধ্যক্ষ মকবুল
হোসেনের দ্রুত
অপসারণের দাবী
জানান।

Post a Comment