প্রান্তজন রিপোর্ট: নাটোর
জেলার ২৫টি
শিক্ষা প্রতিষ্ঠানের
সাড়ে তিন
হাজার ছাত্র-ছাত্রীকে ৫দিন
ব্যাপী সঠিকভাবে
জাতীয় সঙ্গীত
এবং বাংলা
সঙ্গীত-সংস্কৃতি
শিক্ষণ দেওয়া
হয়েছে। বৃহস্পতিবার
দুপুরে জেলা
শিল্পকলা একাডেমির
আয়োজনে জাতীয়
সঙ্গীত এবং
বাংলা সঙ্গীত-সংস্কৃতি শিক্ষণ
কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এই তথ্য
জানানো হয়।
গত ১
অক্টোবর থেকে
এই শিক্ষণ
কর্মসূচি শুরু
হয়। এতে
৮ জন
প্রশিক্ষক অংশ নেন।
জেলা কালেক্টরেট পাবলিক
স্কুল ও
কলেজে আয়োজিত
সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথির
বক্তৃতা করেন
জেলা প্রশাসক
শাহিনা খাতুন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা
কালচারাল অফিসার
শাহাদত হোসেন,
কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজে
অধ্যক্ষ আব্দুল
কাদের, প্রশিক্ষক
সায়মা আলী
ক্ষমা, কার্তিক
চন্দ্র ম-ল, দিলীপ
প্রামানিক, নার্গিস আকতার বানু প্রমুখ।

Post a Comment