প্রান্তজন রিপোর্ট: নাটোরের বড়াইগ্রাম
উপজেলার বনপাড়া
বাজার এলাকা
থেকে হেরোইন,
ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ সাবেক
ছাত্রলীগ নেতা
জিল¬ুর
হোসেন জিন্নাহসহ
৮ জনকে
গ্রেফতার করেছে
র্যাপীড
অ্যাকশন ব্যাটেলিয়ান
(র্যাব-৫)। বৃহস্পতিবার
দুপুর ১২টার
সময় তাদের
বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর
করা হয়েছে। এর আগে গত
রাতে
তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জিল্লুর হোসেন
জিন্নাহ(৩৪)
উপজেলার মহিষভাঙ্গা
গ্রামের মৃত
ডাঃ আয়নাল
হকের ছেলে।
অপরজনরা হলেন,
একই
গ্রামের নজর উদ্দিনের ছেলে কালাম
মিয়া(২৫),
বনপাড়া গ্রামের
নারায়ণ কুমার
সরকারের ছেলে
মৃদুল কমার
সরকার (৩৬),
মৃত জাফর
আলীর ছেলে
ফারুক হোসেন(২৬), মফিজ
উদ্দিনের ছেলে
আব্দুর রাজ্জাক(৩৪), কালিকাপুর
গ্রামের আব্দুল
খালেকের ছেলে
আবুল বাশার(৩৩), সাইদুর
রহমানের ছেলে
শাকিল হোসেন
(৩৪) ও
লালপুর উপজেলার
গোদরা গ্রামের
আক্কাস আলীর
ছেলে মহিবুর
রহমান(৩০)।
র্যাপিড অ্যাকশন
ব্যাটেলিয়ান (র্যাব-০৫) এর
সিপিসি-০২
নাটোর ক্যাম্প
কমান্ডার অতিরিক্ত
পুলিশ সুপার(এএসপি) মোহাম্মদ
মিজানুর রহমান
জানান, গোপন
সংবাদের ভিত্তিতে
গত রাতে
বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারের একটি
নির্জন স্থানে
অভিযান চালিয়ে
জিল¬ুর
রহমান জিন্নাহসহ
৮ জনকে
আটক করা
হয়। এসময়
ঘটনাস্থল থেকে
২৫০ গ্রাম
হেরোইন, ৪৬
পিস ইয়াবা,
২০ গ্রাম
গাজা, ২
বোতল ফেন্সিডিল,
নগদ ৮
হাজার ৬’শ টাকা, ৯টি মোবাইল সেট
ও মাদক
সেবনের বিভিন্ন
সরঞ্জামাদি উদ্ধার করা হয়। যার
আনুমানিক মূল্য
প্রায় ২৫
লাখ টাকা।
গ্রেফতারকৃতরা সকলেই মাদক সেবন ও
মাদক ব্যবসার
সাথে জড়িত
রয়েছেন বলে
তিনি জানান।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) শাহারিয়ার খান থানায়
হস্তান্তরের সত্যতা স্বীকার করে জানান,
তাদের বিরুদ্ধে
থানায় একটি
মাদক আইনে
মামলা রুজু
করা হয়েছে।
দুপুর ১
টার সময়
তাদের আদালতের
মাধ্যমে জেল
হাজতে পাঠানো
হয়েছে।

Post a Comment