প্রান্তজন রিপোর্ট: নাটোরে
৪ রাউন্ড
গুলি ও
একটি বিদেশী
পিস্তল সহ
বেলাল হোসেন
(২৬) নামে
এক অস্ত্র
ব্যবসায়ী যুবককে
আটক করেছে
র্যাব-৫। রোববার
দুপুরে সদর
উপজেলার একডালা
বাজার এলাকায়
অস্ত্র বেচা
কেনার সময়
র্যাব-৫ এর সদস্যরা তাকে
আটক করে।
আটক বেলাল
বরিশাল জেলার
গৌরনদী উপজেলার
হাজীপাড়া এলাকার
আকবর হোসেনের
ছেলে।
র্যাব সূত্রে
জানা যায়,
গোপন সংবাদের
ভিত্তিতে র্যাব-৫
এর একটি
দল সদর
উপজেলার একডালা
এলাকায় অভিযান
চালায়। এসময়
অস্ত্র বেচাকেনার
সময় বেলাল
হোসেনকে ৪
রাউন্ড গুলি,
১টি ম্যাগজিন
ও ১টি
বিদেশী পিস্তল
সহ আটক
করে।
র্যাব-৫ এর কমান্ডার এএসপি মিজানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান , বেলাল একজন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র বেচা কেনার সময় তাকে আটক করা হয়।

Post a Comment