প্রান্তজন রিপোর্ট: নাটোর
সদর উপজেলার
বেজপাড়া উলুপুর
আমহাটি গ্রামে
বাল্য বিবাহের
আয়োজন করার
অভিযোগে রওশন
আলী(৬০)
নামে একজন
সহকারী কাজীকে
১৫ দিনের
বিনাশ্রম কারাদন্ড
দিয়েছে ভ্রাম্যমান
আদালত। রোববার
বিকেলে সদর
উপজেলার দিঘাপতিয়া
ইউনিয়নে অভিযান
চালিয়ে উপজেলা
নির্বাহী অফিসার
(ইউএনও) মোহাম্মদ
নায়িরুজ্জামান এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত
রওশন আলী
সদর উপজেলার
পশ্চিম হাগুরিয়া
গ্রামের মৃত
চিকু মোল্লার
ছেলে।
ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান
জানান, রোববার
বিকেলে দিঘাপতিয়া
এলাকার একটি
কাজী অফিসে
গোপনে সদর
উপজেলার বেজপাড়া
উলুপুর আমহাটি
গ্রামের শহীদ
মিয়ার মেয়ে
লিমা খাতুন
(১৬) এর
সাথে রাজশাহীর
শিরোইল কলোনী
এলাকার রনি
ইসলামের (১৫)
বিবাহ দেওয়া
হচ্ছিল। খবর
পেয়ে সেখানে
অভিযান চালিয়ে
সহকারী কাজী
রওশন আলীকে
আটক করার
পর বাল্য
বিবাহ দেওয়ার
চেষ্টার অপরাধে
এই রায়
দেওয়া হয়।

Post a Comment