প্রান্তজন রিপোর্ট: নাটোরে
৫ কোটি
৭৩ লাখ
২৭ হাজার
টাকা ব্যয়ে
জেলা সদরে
ইনডোর স্টেডিয়াম
নির্মাণ কাজ
শুরু হয়েছে।
শনিবার বিকেল
৫টার সময়
নাটোর শংকর
গোবিন্দ চৌধুরী
স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত
ইনডোর স্টেডিয়াম
নির্মাণ কাজের
ভিত্তি প্রস্তর
স্থাপন করেন
সংসদ সদস্য
শফিকুল ইসলাম
শিমুল।
জেলা ক্রীড়া সংস্থার
সভাপতি ও
জেলা প্রশাসক
শাহিনা খাতুনের
সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা
আওয়ামীলীগ সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি
সিরাজুল ইসলাম,
যুগ্ম সম্পাদক
সৈয়দ মর্তুজা
আলী বাবলু,
দপ্তর সম্পাদক
দিলীপ কুমার
দাস, জেলা
ক্রিড়া সংস্থার
সাধারণ সম্পাদক
সৈয়দ মোস্তাক
আলী মুকুল,
যুগ্ম সম্পাদক
ফরহাদ হোসেন,
সদর উপজেলা
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন
আনু, নলডাঙ্গা
উপজেলা আওয়ামীলীগ
সাধারণ সম্পাদ
এসএম ফিরোজ
প্রমুখ। যুব
ও ক্রীড়া
মন্ত্রণালয়ের তত্বাবধানে জাতীয় ক্রিড়া পরিষদ
এবং ইনডোর
স্টেডিয়াম নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

Post a Comment