প্রান্তজন রিপোর্ট: শিশুদের
ব্যবহার উপযোগী
শিশু পার্কের
দাবীতে নাটোরে
মিছিল ও
পৌর মেয়রের
কাছে স্মারকলিপি
প্রদান করেছে
শিশুরা। বৃহস্পতিবার
নাটোর প্রেসক্লাবের
সামনে থেকে
শিশু সংগঠন
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স
(এনসিটিএফ) এর ব্যানারে শহরে মিছিল
বের করা
হয়। মিছিলটি
শহরের প্রধান
প্রধান সড়ক
প্রদক্ষিণ করে পৌর সভার সামনে
গিয়ে শেষ
হয়। পরে
পৌর মেয়রের
কাছে তাদের
দাবী সম্বলিত
একটি স্মারকলিপি
প্রদান করে।
স্মারকলিপি হাতে নিয়ে পৌর মেয়র
উমা চৌধুরী
জলি শিশুদের
জন্য একটি
সুন্দর শিশু
পার্ক নির্মানের
প্রতিশ্রুতি দেন।

Post a Comment