প্রান্তজন রিপোর্ট: নাটোরের
বাগাতিপাড়া উপজেলার বাড়গাতিপাড়া ইউনিয়নের সাজাপ্রাপ্ত
আসামী নেকবর
আলী তথ্য
গোপন করে
৬ নং
ওয়ার্ড সদস্য
পদে নির্বাচিত
হয়েছেন।
চলতি বছরের ৪ঠা জুন নির্বাচন অনুষ্ঠিত
হয়। নির্বাচনে
প্রতিদন্দ্বী প্রার্থী আবু সাঈদকে ১
ভোটে পরাজিত
করে নেকবর
আলী নির্বাচিত
হন।
আদালত সূত্রে জানা
যায়, ২০০৬
সালের ১৬
মার্চ বাগাতিপাড়া
বিহারকোল মুক্তিযোদ্ধা
বেসরকারী বিদ্যালয়
মাঠে স্বাধীনতা
দিবস উপলক্ষে
ভূমিহীন সমিতি আয়োজিত
সাং®কৃতিক
অনুষ্ঠানে নেকবর আলী দলবল নিয়ে
হামলা চালিয়ে
মঞ্চ, চেয়ার,
টেবিল ভাংচুর
করে, মারপিট
ও মেয়েদের
শ্লীলতাহানী করে অনুষ্ঠান প- করে
দেয়।
এ ঘটনায় সমিতিন
সভাপতি আরশেদ
আলী লালচান
নাটোরের ম্যাজিস্ট্রেট
আদালতে একটি
মামলা করে
(মামলা নং
সিআর ৩৫/
০৬ )।
বিচারক মামলার সত্যতা
বিষয়ে তদন্তের
জন্য বিচার
বিভাগীয় তদন্তের
আদেশ দেন।
বিচার বিভাগীয়
তদন্তে ঘটনা
সত্য বলে
আদালতে প্রতিবেদন
দাখিল করে।
অত:পর
আসামী নেকবরের
বিরুদ্ধে সমন
জারি হয়।
পরবর্তীতে ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি
স্বাক্ষী শেষে আসামী
নেকবর আলীর
১ বছরের
কারাদ- দেন
আদালত। এ
রায়ের বিরুদ্ধে
নেকবর আলী
নাটোরের চিফ
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ( ফৌজদারী আপীল
নং ০২/২০০৮ ) আপিল
করে। এই
আপিল ২০০৬
সালের ১৩
মার্চ শুনানী
শেষে না
মঞ্জুর হয়
এবং ১
বছরের সাজা
বহাল থকে।
এরপর আসামী
নেকবর পলাতক
হয়। এরপর
সাজাপ্রাপ্ত পলাতক আসামী নেকবর আলী
চলতি বছরের
২৮ সেপ্টম্বর
গ্রেফতার হয়ে
বর্তমানে জেল
হাজতে আছে।
সাজাপ্রাপ্ত আসামী তথ্য
গোপন করে
নির্বাচন অফিসে
তথ্য গোপন
করে হলফনামা
দাখিল করে।
এ ব্যাপারে বাগাতিপাড়া
উপজেলা নির্বাচন
কর্মকর্তা শেখ আব্দুর রশিদ জানান,
সাজাপ্রাপ্ত আসামী তথ্য গোপন করে
মনোনয়ন দাখিল
করলে তা
বাতিল হওয়ার
কথা। কিন্ত
নেকবর আলীর
বিষয়ে তার
কোন অভিযোগ
পাননি। অভিযোগ
পেলে সত্যতা
পাওয়া গেলে
আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে।

Post a Comment