প্রান্তজন রিপোর্ট: নাটোরের
স্টেশন বাজার
এলাকা থেকে
ব্যবসায়ীসহ ১১ মাদক সেবীকে আটক
করেছে র্যাপিড অ্যাকশন
ব্যাটেলিয়ান (র্যাব-৫) এর
একটি দল।
পরে তাদের
একজনকে এক
বছর এবং
অপর ১০
জনকে তিন
মাস করে
কারাদন্ড দিয়েছে
ভ্রাম্যমান আদালত। শুক্রবার সকাল ১১
টার সময়
নাটোরের নির্বাহী
ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম এই দন্ডাদেশ
দেন। এর
আগে সকাল
সাড়ে ৮
টার সময়
শহরের স্টেশন
বাজার এলাকায়
অভিযান চালিয়ে
তাদের আটক
করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, আজগর
(৫৮), মোমিন
আলী (৪৮),
মোজাহার আলী
(৬০), বাবুল
(৪০), আনোয়ার
হোসেন (৩৯),
সবুজ (৩০)
মতিলাল (৪২),
আকবর হোসেন
(৬০), হাসেম
আলী (৪৫),
মমিন (৩৭)
ও
গনি (৫৮)। তাদের সকলের
বাড়ি নাটোর,
বগুড়া ও
নওগা জেলার
বিভিন্ন এলাকায়।
র্যাব-৫ এর নাটোর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দন্ডপ্রাপ্তদের মধ্যে আজগর আলী একজন মাদক ব্যবসায়ী এবং অন্যরা সকলেই সেবনকারী। আজগর আলী দীর্ঘদিন ধরে শহরের ষ্টেশন বাজার এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। তার আস্তানায় উঠতি বয়সের তরুনসহ বিভিন্ন বয়সী মানুষ এসে মাদক সেবন করে থাকেন। ফলে এলাকার সাধারণ মানুষ নানা ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ওই এলাকায় একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র্যাবের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মাদকসহ একজন বিক্রেতা ও ১০ সেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক ব্যবসায়ী আজগর হোসেনকে এক বছর এবং ১০জন সেবীকে প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

Post a Comment