প্রান্তজন রিপোর্ট: শুক্রবার
থেকে নাটোরের
দু’টি
চিনিকলে ৩২
হাজার মেট্রিক
টন চিনি
উৎপাদনের লক্ষ্য
নিয়ে চলতি
২০১৬-১৭
মৌসুমের আখ
মাড়াই মৌসুম
শুরু হয়েছে।
ডোঙ্গায় আখ
নিক্ষেপ করে
মিল দু’টির আখমাড়াই
মৌসুমের আনুষ্ঠানিক
উদ্বোধন করেন
নাটোর-১
(লালপুর ও বাগাতিপাড়া
)আসনের এমপি
আবুল কালাম
আজাদ এবং
নাটোর-২
(সদর) আসনের
এমপি শফিকুল
ইসলাম শিমুল।
এই মিল
দু’টির
উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন
বাংলাদেশ চিনি
ও খাদ্য
শিল্প করপোরেশনের
চেয়ারম্যান এ কে এম দেলোয়ার
হোসেন। উদ্বোধী
অনুষ্ঠানের পর দু’টি মিলের
আখচাষীদের নিয়ে সুধী সমাবেশ করেন
বাংলাদেশ চিনি
ও খাদ্য
শিল্প করপোরেশনের
চেয়ারম্যান।
সকালে নাটোর চিনিকলের
উদ্বোধনী অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক
কাজী আতিয়্যুর
রহমান, মিলের
ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল্লাহ, জজকোর্টের
পিপি সিরাজুল
ইসলাম, আওয়ামীলীগ
নেতা সৈয়দ
মোর্ত্তুজা আলী বাবলু, এড. এম
মালেক শেখ,
দিলীপ কুমার
দাস, যুবলীগ
নেতা রুহুল
আমীন বিপ্লব
প্রমুখ এবং
নর্থবেঙ্গল সুগার মিলের উদ্বোধনী অনুষ্ঠানে
মিলের ব্যবস্থাপনা
পরিচালক প্রকৌশলী
এসএম আব্দুল
আজিজ, আফতাব
হোসেন ঝুলফুসহ
বিভিন্ন রাজনৈতিক
নেতা ও
আখ চাষী
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা
পরিচালক মোঃ
শহিদুল্লাহ জানান, ১২ হাজার মেট্রিক
টন চিনি
উৎপাদনের লক্ষ্যমাত্রা
নাটোর চিনিকলে
এবার আখ
মাড়াই কার্যক্রম
শুরু করা
হয়। চলতি
মৌসুমে এক
লাখ ৬০
হাজার টন
আখ মাড়াই
করে ১২
হাজার টন
চিনি উৎপাদনের
লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১০৭
দিবস এই
মাড়াই কার্যক্রম
চলবে। এবার
আখ থেকে
চিনি আহরণের
হার নির্ধারণ
করা হয়েছে
৭ দশমিক
৫ শতাংশ।
মিলগেট ছাড়া
চিনিকলের ৫১টি
কেন্দ্রে কৃষকদের
কাছ থেকে
১১০ টাকা
মণ দরে
আখ ক্রয়
করা হচ্ছে।
কৃষকদের আখ
চাষে সহযোগিতার
জন্য নাটোর
চিনিকল এলাকার
প্রায় ৫
হাজার আখ
চাষীকে সাড়ে
৬ কোটি
টাকার বীজ,
সার ও
সেচ খাতে
ঋণ প্রদান
করা হয়েছে।
অপরদিকে নর্থ বেঙ্গল
চিনিকলের ব্যবস্থাপনা
পরিচালক আব্দুল
আজিজ জানান
চলতি মৌসুমে
১৪৭ কার্য
দিবসে ২
লাখ ৫০
হাজার মেট্রিক
টন আখ
মাড়াই করে
২০ হাজার
৬২৫ মেটিক
টন চিনি
উৎপাদনের লক্ষ্যমাত্রা
নির্ধারণ করা
হয়েছে। চিনি
আহরণের হার
ধরা হয়েছে
শতকরা ৮
দশমিক ২৫
শতাংশ।

Post a Comment