বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের
বাগাতিপাড়ায় সহকারী কমিশনার (ভূমি) ও
নির্বাহী ম্যাজিস্ট্রেটের
হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে
রক্ষা পেল
সপ্তম শ্রেণির
এক ছাত্রী।
বৃহস্পতিবার উপজেলার চকমহাপুর গ্রামে এ
ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চকমহাপুর গ্রামের এক কৃষক তাঁর সপ্তম শ্রেণিতে পড়–য়া মেয়ের সঙ্গে পাশের রাজশাহী জেলার বাঘা উপজেলার এক ছেলের বিয়ে ঠিক করেন। বৃহস্পতিবার এ বিয়ের হওয়া কথা ছিল। সে মোতাবেক সব আয়োজনও শেষ করেন কনে পক্ষ। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম জানতে পেরে ওইদিন দুপুরে বিয়ের বাড়ি উপস্থিত হন। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ছাত্রীর বাবাকে এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে সাত দিনের কারাদ- দেন এবং নাবালিকা মেয়েকে বিয়ে না দেওয়ার নির্দেশ দেন। এখবর পেয়ে বর পক্ষ আর বিয়ের বাড়ি পৌঁছায়নি।

Post a Comment