প্রান্তজন রিপোর্ট: নাটোরের
সিংড়া উপজেলার
৫ নারী
মাদক বিক্রেতাকে
বিভিন্ন মেয়াদে
কারাদন্ড দিয়েছে
ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুর ১২টার
সময় উপজেলা
নির্বাহী অফিসার
(ইউএনও) সাদেকুর
রহমান এই
আদেশ দেন।
এর আগে
পুলিশ বৃহস্পতিবার
দিবাগত রাতে
অভিযান চালিয়ে
নিজ নিজ
এলাকা থেকে
তাদের আটক
করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার
ছোট হাতিনদহ
গ্রামের ফজলুর
স্ত্রী আছিয়া
বেগম (৪২),
মৃত আব্দুল
কাদেরের স্ত্রী
সুফিয়া বেগম
(৪০), চাঁদপুর
গ্রামের মোতালেব
হোসেনের স্ত্রী
বুড়ি বেগম
(৪০), নিঙ্গুইন
গ্রামের আলতাফ
হোসেনের স্ত্রী
রেখা বেগম
(৪১) ও
সিংড়া সরকার
পাড়া মহল¬ার কালুর
স্ত্রী বুড়ি
বেগম (৩৫)।
সিংড়া থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল
জানান, দন্ডপ্রাপ্ত
৫ নারীই
গাঁজা বিক্রেতা।
দীর্ঘদিন ধরে
তারা যার
যার এলাকায়
মাদকের ব্যবসা
চালিয়ে আসছিলেন।
গোপন সংবাদের
ভিত্তিতে পুলিশের
বিশেষ অভিযানে
গত রাতে
তাদের আটক
করা হয়।
আজ দুপুরে
ভ্রাম্যমান আদালতে তাদের হাজির করা
হলে অপরাধ
স্বীকার করেন।
এসময় বিচারক
তাদের বিভিন্ন
মেয়াদে সাজা
দিয়ে জেল
হাজতে পাঠানোর
নির্দেশ দেন।

Post a Comment